Ajker Patrika

রাজধানীতে আজ যেসব সড়কে ডাইভারশন থাকবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
রাজধানীতে আজ যেসব সড়কে ডাইভারশন থাকবে

মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে ডাইভারশন থাকবে। পাশাপাশি সংসদ ভবন প্লাজা এলাকায় আয়োজিত অনুষ্ঠানের জন্য দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত কিছু পয়েন্টে ডাইভারশন থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ডিএমপির ট্রাফিকের পক্ষ থেকে বলা হয়েছে, ডাইভারশন এলাকায় ঘোষিত নির্ধারিত সময়ে অনুষ্ঠানে আসা স্টিকার লাগানো গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে পারবে না। তবে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যান চলাচল করতে পারবে। পাশাপাশি ডাইভারশন এলাকায় যাদের বাড়ি রয়েছে তাঁদের জরুরি প্রয়োজন ছাড়া না বের না হওয়ার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে। 

যেসব পয়েন্টে ডাইভারশন থাকবে
সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভ রোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুরবাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর-১০, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং। 

১৬ ও ১৭ ডিসেম্বর যেসব পয়েন্টে ডাইভারশন থাকবে
ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, মানিক মিয়া পূর্ব প্রান্ত, মানিক মিয়া পশ্চিম প্রান্ত, ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব মাথা, আড়ং ক্রসিং, আসাদগেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল গ্যাপ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত