নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গায়ক মাঈনুল আহসান নোবেলকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে এক তরুণীকে ছয় মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচ্ছেন নোবেল। ওই তরুণী গতকাল রাতে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। গত বছরের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেই বাসায় আরও দুই-তিনজন অজ্ঞাতনামা সহযোগীর সহায়তায় তরুণীকে আটকে রাখা হয়। তাঁর মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।
অভিযোগে তরুণী আরও জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাঁকে মারধর ও ধর্ষণ করেন। এর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেই তরুণী। তাঁর বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে।
পুলিশ জানায়, ফেসবুকে মারধরের ভিডিও ভাইরাল হলে তরুণীর পরিবার তাঁকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা-পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে। মামলার পর রাতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়।
গায়ক মাঈনুল আহসান নোবেলকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে এক তরুণীকে ছয় মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচ্ছেন নোবেল। ওই তরুণী গতকাল রাতে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। গত বছরের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেই বাসায় আরও দুই-তিনজন অজ্ঞাতনামা সহযোগীর সহায়তায় তরুণীকে আটকে রাখা হয়। তাঁর মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।
অভিযোগে তরুণী আরও জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাঁকে মারধর ও ধর্ষণ করেন। এর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে দীর্ঘ সময় আটকে রাখা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেই তরুণী। তাঁর বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে।
পুলিশ জানায়, ফেসবুকে মারধরের ভিডিও ভাইরাল হলে তরুণীর পরিবার তাঁকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা-পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে। মামলার পর রাতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়।
আসন সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপাশে অন্তত ৫ কিলোমিটার এলাক
১৭ মিনিট আগেসিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে অগ্নিনির্বাপণ বাহিনীর পুরোনো একটি ভবন। এই ভবন থেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা প্রতিদিন মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে দৌড়ে যান আগুন বা দুর্যোগের সময়। কিন্তু যেসব মানুষ সবার নিরাপত্তার জন্য ঝুঁকি নেন, তাদের নিজস্ব ঠিকানাটিই এখন মৃত্যুফাঁদে
২৭ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জে ধান খেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেসাংবাদিককে নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে