Ajker Patrika

আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর চাকরি থেকে বঞ্চিত: তুরিন আফরোজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১: ০৮
ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত
ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট সরকার’ বলেছেন। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে নিজেই বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তুরিন আফরোজ।

গতকাল সোমবার তাঁকে উত্তরার একটি বাসা থেকে আটক করে পুলিশ। পরে উত্তরা পশ্চিম থানায় করা শিক্ষার্থী আব্দুল জব্বার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন মিয়া ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

বেলা ১টার দিকে তাঁকে আদালতের হাজতখানায় হাজির করা হয়। পরে ২টা ৩৫ মিনিটে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতের কাঠগড়ায় নেওয়া হয় তাঁকে। রিমান্ডের আবেদন শুনানির সময় তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত এ সময় প্রশ্ন করেন, ‘আপনি কিছু বলবেন কি না?’

এ সময় তুরিন আফরোজ বলেন, ‘মাননীয় আদালত, আমি দুই-তিন মিনিট যতটুকু পারি কথা বলতে চাই। মামলায় বর্ণিত হত্যাচেষ্টার ঘটনাটি ৪ আগস্টের। এ সময় আমার টিউমার অপারেশন হয়। আমি সব ডাক্তারি রিপোর্ট দিতে পারব। আমি চার বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি। আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ছয় বছর ধরে চাকরি থেকে বঞ্চিত। আমি তো বুঝতে পারলাম না যে আমি কোনো পক্ষের লোক। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

তুরিন আফরোজ আরও বলেন, ‘১০ দিনের রিমান্ড চেয়েছে। আপনি ইচ্ছে করলে আমাকে ২০ দিনের রিমান্ডে পাঠাতে পারেন। আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব। আশা করছি আমি ন্যায়বিচার পাব।’

রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, তুরিন আফরোজ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পক্ষে কথা বলেছেন সব সময়। তিনি গণমাধ্যমে বক্তব্য-বিবৃতি দিয়েছেন। টক শোতে আওয়ামী লীগ সরকারকে উসকানি দিয়েছেন। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে এই হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

পরে আদালত তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত