Ajker Patrika

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বুয়েটে ২৫ জুন ক্লাস বন্ধ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ২৩: ০৮
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বুয়েটে ২৫ জুন ক্লাস বন্ধ

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। এ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ওই দিন পাঠদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 

একই সঙ্গে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের (ডিএসডব্লিউ) অফিস থেকে হল ডাইনিংয়ে মিষ্টি বিতরণের নির্দেশনাও দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত পাঠদান বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। 

সাধারণ শিক্ষার্থীরা যেন হলে বসেই প্রজেক্টরের মাধ্যমে সেতু উদ্বোধনের এই ‘ঐতিহাসিক’ অনুষ্ঠান উপভোগ করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

অধ্যাপক ড মিজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা গত ১৮ জুন এ বিষয়ে একটি আবেদন দেয়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে। আমরা শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত