Ajker Patrika

মধ্যরাতে বিরিয়ানি খেতে পুরান ঢাকায়, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৮
Thumbnail image

মধ্যরাতে পুরান ঢাকার নাজিরাবাজারে বিরিয়ানি খেয়ে মোটরসাইকেলে মিরপুরের দিকে ফিরছিলেন রাসেল (১৭)। পথিমধ্যে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রাসেলের দুই বন্ধু মানিক (১৯) ও এনামুল (২৩) আহত হয়েছেন। অপর মোটরসাইকেলে থাকা বন্ধু শাহ আলী ইমন এ তথ্য জানান। 

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসকেরা রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মানিকের অবস্থা গুরুতর। তবে এনামুল আশঙ্কামুক্ত রয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে। 

রাসেলের বন্ধু শাহ আলী ইমন বলেন, তারা মিরপুর পল্লবী বাউনিয়াবাদ লালমাটিয়া এলাকায় থাকেন। এলাকাতে তাঁদের মোটর মেকানিকের দোকান রয়েছে। রাসেল নিজেও মোটর মেকানিক। রাতে তাঁরা দুটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে বিরিয়ানি খেতে যান। সেখানে খাওয়া-দাওয়া করে আবার মোটরসাইকেল নিয়ে মিরপুর ফিরছিলেন। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল এবং তাঁর পেছনে বসা ছিল মানিক (১৯) ও এনামুল (২৩)। পথে জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক কোনোরকম ব্রেক না করে মোটরসাইকেলের ওপরে তুলে দেয়। এতে রাসেলসহ তিনজন গুরুতর আহত হন। দ্রুতই তাঁদের তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। 

রাসেলের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে লালমাটিয়া এলাকায় থাকতেন। রাসেলের বাবার নাম মো. সিরাজ বলে জানান বন্ধু শাহ আলী ইমন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত