নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরীমণি গ্রেপ্তারের পর এই মামলার তদন্ত আদৌ এগোবে কি না, তা নিয়ে শুরুতেই সংশয় দেখা দিয়েছে। পরীমণির বন্ধুর তালিকায় রয়েছেন পুলিশ, ব্যাংকার, ব্যবসায়ীসহ অনেক প্রভাবশালী ব্যক্তি। অনেকেই বলছেন, এসব প্রভাবশালীর চাপে এ তদন্ত খুব বেশি দূর এগোবে না।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বলেছেন, সুসম্পর্ক রয়েছে এমন কয়েকজন প্রভাবশালীর নাম বলেছেন পরীমণি। যাঁরা তাঁকে বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করতেন। এ তালিকায় আছেন একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও অন্য একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং চার-পাঁচজন ব্যবসায়ী। তাঁরাই পরীমণিকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন।
পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শুধু পরীমণি নন, প্রযোজক নজরুল ইসলাম রাজ, দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের মামলাও এখন সিআইডির কাছে। পৃথক সাতটি মামলা গত শুক্রবার রাতে সিআইডিকে বুঝিয়ে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল শনিবার দুপুরে মালিবাগের সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘এরই মধ্যেই আমরা মামলার সব নথি বুঝে পেয়েছি। আসামি ও মামলার নথি পাওয়ার পর থেকেই আমরা তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছি।’
সিআইডির পদস্থ এক কর্মকর্তা বলেন, প্রথম দিনেই তাঁদের সবার সঙ্গে কথা বলা হয়েছে। তবে নায়িকা পরীমণির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে রাজধানীর বনানীতে বসবাস করা একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জেরা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পরীমণির সাড়ে তিন কোটি টাকা দামের গাড়িটি তিনি উপহার দিয়েছিলেন। ওই ব্যক্তি কেন তাঁকে এত দামি গাড়ি উপহার দিয়েছেন আর এত টাকা তিনি কোথায় পেয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, পরীমণিকে দামি উপহার দেওয়ার ব্যাপারে অনেকেরই নাম শোনা যাচ্ছে। তবে সিআইডি এখনো কাউকে জিজ্ঞাসাবাদ করেনি। কিন্তু এটা ঠিক, তদন্তে যাঁদের প্রয়োজন হবে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তদন্তসংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা বলছেন, পরীমণির মোবাইল ফোন ইতিমধ্যে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাবের প্রতিবেদন এলে তদন্ত আরও সহজ হয়ে যাবে। তবে শুধু পরীমণি নন, আজ (শনিবার) হেলেনা জাহাঙ্গীরসহ অন্যদের বাসায়ও অভিযান চালিয়ে ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। তদন্তের প্রয়োজনে সেগুলোরও ফরেনসিক পরীক্ষা করা হবে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল এফডিসিতে এক সংবাদ সম্মেলনে সমিতির এই সিদ্ধান্ত জানান সভাপতি অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘কোনো শিল্পীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় শিল্পী সমিতি নেবে না। আমরা আপাতত তাঁর সদস্যপদ স্থগিত করেছি। সেই সঙ্গে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী একার সদস্যপদও স্থগিত করেছে শিল্পী সমিতি।’
মিশা সওদাগর বলেন, শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা পরীমণি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। মামলাও চলছে। ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায়দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি নেবে না।
অন্যদিকে পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বিচারক। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মহানগর হাকিম মাসুদ-উর-রহমান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান জানান, জিমিকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নিতে আবেদন করেন। গত শুক্রবার গুলশানের একটি বাসা থেকে সন্ধ্যায় জিমিকে আটক করে ডিবি। ওই সময় তাঁর কাছ থেকে ২২৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পরীমণি গ্রেপ্তারের পর এই মামলার তদন্ত আদৌ এগোবে কি না, তা নিয়ে শুরুতেই সংশয় দেখা দিয়েছে। পরীমণির বন্ধুর তালিকায় রয়েছেন পুলিশ, ব্যাংকার, ব্যবসায়ীসহ অনেক প্রভাবশালী ব্যক্তি। অনেকেই বলছেন, এসব প্রভাবশালীর চাপে এ তদন্ত খুব বেশি দূর এগোবে না।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বলেছেন, সুসম্পর্ক রয়েছে এমন কয়েকজন প্রভাবশালীর নাম বলেছেন পরীমণি। যাঁরা তাঁকে বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করতেন। এ তালিকায় আছেন একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও অন্য একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং চার-পাঁচজন ব্যবসায়ী। তাঁরাই পরীমণিকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন।
পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শুধু পরীমণি নন, প্রযোজক নজরুল ইসলাম রাজ, দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের মামলাও এখন সিআইডির কাছে। পৃথক সাতটি মামলা গত শুক্রবার রাতে সিআইডিকে বুঝিয়ে দেয় ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল শনিবার দুপুরে মালিবাগের সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘এরই মধ্যেই আমরা মামলার সব নথি বুঝে পেয়েছি। আসামি ও মামলার নথি পাওয়ার পর থেকেই আমরা তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছি।’
সিআইডির পদস্থ এক কর্মকর্তা বলেন, প্রথম দিনেই তাঁদের সবার সঙ্গে কথা বলা হয়েছে। তবে নায়িকা পরীমণির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে রাজধানীর বনানীতে বসবাস করা একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জেরা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পরীমণির সাড়ে তিন কোটি টাকা দামের গাড়িটি তিনি উপহার দিয়েছিলেন। ওই ব্যক্তি কেন তাঁকে এত দামি গাড়ি উপহার দিয়েছেন আর এত টাকা তিনি কোথায় পেয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, পরীমণিকে দামি উপহার দেওয়ার ব্যাপারে অনেকেরই নাম শোনা যাচ্ছে। তবে সিআইডি এখনো কাউকে জিজ্ঞাসাবাদ করেনি। কিন্তু এটা ঠিক, তদন্তে যাঁদের প্রয়োজন হবে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তদন্তসংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা বলছেন, পরীমণির মোবাইল ফোন ইতিমধ্যে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাবের প্রতিবেদন এলে তদন্ত আরও সহজ হয়ে যাবে। তবে শুধু পরীমণি নন, আজ (শনিবার) হেলেনা জাহাঙ্গীরসহ অন্যদের বাসায়ও অভিযান চালিয়ে ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। তদন্তের প্রয়োজনে সেগুলোরও ফরেনসিক পরীক্ষা করা হবে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল এফডিসিতে এক সংবাদ সম্মেলনে সমিতির এই সিদ্ধান্ত জানান সভাপতি অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন, ‘কোনো শিল্পীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় শিল্পী সমিতি নেবে না। আমরা আপাতত তাঁর সদস্যপদ স্থগিত করেছি। সেই সঙ্গে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী একার সদস্যপদও স্থগিত করেছে শিল্পী সমিতি।’
মিশা সওদাগর বলেন, শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা পরীমণি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। মামলাও চলছে। ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায়দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি নেবে না।
অন্যদিকে পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বিচারক। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মহানগর হাকিম মাসুদ-উর-রহমান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান জানান, জিমিকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নিতে আবেদন করেন। গত শুক্রবার গুলশানের একটি বাসা থেকে সন্ধ্যায় জিমিকে আটক করে ডিবি। ওই সময় তাঁর কাছ থেকে ২২৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
৩ ঘণ্টা আগে