অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদিকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাঁদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে অ্যাডভোকেট মেহেদিকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই আব্দুল হালিম ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। কিন্তু মামলার মূল নথি অন্য আসামির জামিন শুনানির জন্য ঢাকার মহানগর দায়রা আদালতে থাকায় শুনানি হয়নি। পরে আদালত নথি প্রাপ্তি সাপেক্ষে শুনানি হবে বলে আদেশ দেন এবং অ্যাডভোকেট মেহেদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত রোববার দুপুর ১২টার দিকে মেহেদিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকেল ৩টার সময় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর সাউথইস্ট ব্যাংকের সামনে আলমগীর হোসেন (৩৪) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় আলমগীর হোসেনের মা মোসাম্মৎ আলেয়া বাদী হয়ে গত ৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, অতিরিক্ত আইজিপি প্রলয় কুমার জোয়ারদার, উপ পুলিশ কমিশনার আশরাফুল আজিম, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ২৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, এজাহার নামীয় আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে পরস্পর যোগসাজশে গুলি করে বাদীর ছেলেকে হত্যা করেছেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, মমতাজ উদ্দিন মেহেদিকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি কৌশলে প্রকৃত ঘটনা এড়িয়ে যাচ্ছেন। তবে কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য এবং এই ঘটনায় অন্য যারা জড়িত রয়েছেন তাদের নাম ঠিকানা চিহ্নিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, মমতাজ উদ্দিন মেহেদী ঢাকা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। তিনি আওয়ামী লীগ শাসনামলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী ছিলেন।
আওয়ামী লীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদিকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাঁদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে অ্যাডভোকেট মেহেদিকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই আব্দুল হালিম ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। কিন্তু মামলার মূল নথি অন্য আসামির জামিন শুনানির জন্য ঢাকার মহানগর দায়রা আদালতে থাকায় শুনানি হয়নি। পরে আদালত নথি প্রাপ্তি সাপেক্ষে শুনানি হবে বলে আদেশ দেন এবং অ্যাডভোকেট মেহেদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত রোববার দুপুর ১২টার দিকে মেহেদিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকেল ৩টার সময় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর সাউথইস্ট ব্যাংকের সামনে আলমগীর হোসেন (৩৪) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় আলমগীর হোসেনের মা মোসাম্মৎ আলেয়া বাদী হয়ে গত ৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, অতিরিক্ত আইজিপি প্রলয় কুমার জোয়ারদার, উপ পুলিশ কমিশনার আশরাফুল আজিম, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ২৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, এজাহার নামীয় আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে পরস্পর যোগসাজশে গুলি করে বাদীর ছেলেকে হত্যা করেছেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, মমতাজ উদ্দিন মেহেদিকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসা বাদে তিনি কৌশলে প্রকৃত ঘটনা এড়িয়ে যাচ্ছেন। তবে কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য এবং এই ঘটনায় অন্য যারা জড়িত রয়েছেন তাদের নাম ঠিকানা চিহ্নিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, মমতাজ উদ্দিন মেহেদী ঢাকা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। তিনি আওয়ামী লীগ শাসনামলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী ছিলেন।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
১৯ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
২৪ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে