Ajker Patrika

গুলশানে আগুন: শিশুসহ উদ্ধার ২২, যোগ দিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৩৫
গুলশানে আগুন: শিশুসহ উদ্ধার ২২, যোগ দিয়েছে সেনাবাহিনী

রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। 

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।শাহজাহান শিকদার জানান, যারা জীবিত উদ্ধার হয়েছেন তাঁদের মধ্যে—পুরুষ ৯ জন, নারী ১২ জন ও এক শিশু রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবন থেকে বেশ কয়েকজন লাফ দিয়ে নিচে পড়েন। তাঁরা গুরুতর আহত হয়েছেন। তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে যোগ দিয়েছে বিমানবাহিনীর একটি ইউনিটও। আইএসপিআর সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর ৩৫ সদস্যের একটি দলও যোগ দিয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত