নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ইউনেসকোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, ড. ইউনূস একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেই অনুষ্ঠান থেকে তিনি কোনো প্রেস রিলিজ পাঠিয়েছেন? প্রেস রিলিজ হয়তো এখান থেকে কোনো কর্মচারী পাঠিয়েছেন। আমরা এখনো জানি না। তিনি (ড. ইউনূস) আসলে হয়তো বলতে পারবেন।’
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘ড. ইউনূস বাকু সম্মেলনে গিয়েছেন। সেখানে পৃথিবীর ৯ জন সাবেক প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি তাঁকে দাওয়াত দিয়ে নিয়েছেন। সেখানে যে সম্মেলন হয়েছে, এটা সত্য। তাঁকে যে পুরস্কার দেওয়া হয়েছে, এটা সত্য।’
ব্যারিস্টার মামুন বলেন, ‘পুরস্কারের বিষয়ে কোনো ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু এটাকে বলা হচ্ছে প্রতারণা। আমরা দেখতে পাই, কতিপয় মিডিয়া ড. ইউনূসের কোনো পজিটিভ দিক আলোচনা না করে কোথায় গন্ধ পাওয়া যায় সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে এটা করা হচ্ছে। যার অবস্থান মহাসমুদ্র। যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি ইউনেসকোর এই একটি পুরস্কারের জন্য জালিয়াতি করার প্রশ্ন আসে?
‘যেখানে সমুদ্র, সেখানে পুকুর চুরি করতে আসে? মন্ত্রী যেভাবে বলেছেন এটা দুঃখজনক। এত বড় (ড. ইউনূস) একজন ব্যক্তিত্বের সঙ্গে এই ধরনের কথা মানায় না।’
এর আগে গতকাল বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো একটি পুরস্কার দিয়েছে বলে প্রচারিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিয়ে ইউনেসকোর সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে তারা আমাদের নিশ্চিত করেছেন যে ইউনেসকো ড. ইউনূসকে এ ধরনের কোনো পুরস্কার দেয়নি।’
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ইউনেসকোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, ড. ইউনূস একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেই অনুষ্ঠান থেকে তিনি কোনো প্রেস রিলিজ পাঠিয়েছেন? প্রেস রিলিজ হয়তো এখান থেকে কোনো কর্মচারী পাঠিয়েছেন। আমরা এখনো জানি না। তিনি (ড. ইউনূস) আসলে হয়তো বলতে পারবেন।’
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘ড. ইউনূস বাকু সম্মেলনে গিয়েছেন। সেখানে পৃথিবীর ৯ জন সাবেক প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি তাঁকে দাওয়াত দিয়ে নিয়েছেন। সেখানে যে সম্মেলন হয়েছে, এটা সত্য। তাঁকে যে পুরস্কার দেওয়া হয়েছে, এটা সত্য।’
ব্যারিস্টার মামুন বলেন, ‘পুরস্কারের বিষয়ে কোনো ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু এটাকে বলা হচ্ছে প্রতারণা। আমরা দেখতে পাই, কতিপয় মিডিয়া ড. ইউনূসের কোনো পজিটিভ দিক আলোচনা না করে কোথায় গন্ধ পাওয়া যায় সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে এটা করা হচ্ছে। যার অবস্থান মহাসমুদ্র। যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি ইউনেসকোর এই একটি পুরস্কারের জন্য জালিয়াতি করার প্রশ্ন আসে?
‘যেখানে সমুদ্র, সেখানে পুকুর চুরি করতে আসে? মন্ত্রী যেভাবে বলেছেন এটা দুঃখজনক। এত বড় (ড. ইউনূস) একজন ব্যক্তিত্বের সঙ্গে এই ধরনের কথা মানায় না।’
এর আগে গতকাল বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো একটি পুরস্কার দিয়েছে বলে প্রচারিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিয়ে ইউনেসকোর সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে তারা আমাদের নিশ্চিত করেছেন যে ইউনেসকো ড. ইউনূসকে এ ধরনের কোনো পুরস্কার দেয়নি।’
সাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
১৩ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
৩৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, অপারেশন ডেভিল হান্ট, ফিলিস্তিন ইস্যু, ফ্যাসিবাদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন এসেছে। প্রথম শিফটের একাধিক প্রশ্নে ভুল ও সঠিক উত্তর নেই এমন প্রশ্নও করা হয়েছে।
৪৩ মিনিট আগে