Ajker Patrika

হাতিরঝিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে নাহিদুর রহমান (৩৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে হাতিরঝিলের এক্সপাইড রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন ওই যুবকের মায়ের বরাতে জানান, নাহিদুর গত মঙ্গলবার তার মায়ের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে আসে। কিন্তু আর বাসায় ফেরেনি। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

নাহিদুরের মা রিনা আক্তার সাংবাদিকদের বলেন, ‘নাহিদুর ছোট থাকতে ওর বাবার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। পরে একমাত্র ছেলেকে নিয়ে মধ্য বাড্ডা এলাকায় থাকি। পরে আমি বিয়ে করেছি এবং তার বাবাও বিয়ে করে পরিবার নিয়ে আমেরিকায় থাকে। নাহিদুর আমার সঙ্গেই ছিল। গত ছয় মাস আগে সে বিয়ে করে। কিন্তু গত দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এছাড়া লেখাপড়া শেষ করে কোনো চাকরি না করায় হতাশায় ভুগছিল আমার ছেলে। মাঝে মধ্যে চাকরি করা নিয়ে আমার সঙ্গে ঝগড়া হতো। গতকালও (মঙ্গলবার) ঝগড়া হয়, কিন্তু সে আমার ওপর অভিমান করে আত্মহত্যা করবে ভাবিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত