কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর দলের গামছা প্রতীক নিয়ে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।
গতকাল রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা গোবিন্দ মল্লিকের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার শুরুতে নকুল কুমার নির্বাচন করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে নকুল কুমার বলেন, ‘সম্প্রতি আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি। এই দলে আমার যোগদানের কারণ হচ্ছে, দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। এই দেশে আওয়ামী লীগের বাইরে একটি মাত্র রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ, যারা জাতির পিতার আদর্শ নিয়ে কথা বলেন। এ জন্য আমি এই দলে যোগদান করেছি।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইবোনের মতো বলে উল্লেখ করে নকুল কুমার বলেন, ‘একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। অপরজন জাতির পিতার মানসপুত্র, রাজনৈতিক সন্তান।’
নকুল কুমার বলেন, ‘আমি বরিশাল-২ আসন থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করে যে কয়টি ভোট পাব, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’
গানের সুরে সুরে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘আমি হতে চাই না দুর্নীতিবাজ কোনো নেতার চামচা, তাই ভালোবেসে আমি বুকে নিয়েছে বঙ্গবীরের গামছা।’
এ সময় নকুল কুমার বিশ্বাসসহ তাঁর সব সহশিল্পী ও যন্ত্রশিল্পীদের গলায় ছিল গামছা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর দলের গামছা প্রতীক নিয়ে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।
গতকাল রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা গোবিন্দ মল্লিকের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার শুরুতে নকুল কুমার নির্বাচন করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে নকুল কুমার বলেন, ‘সম্প্রতি আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি। এই দলে আমার যোগদানের কারণ হচ্ছে, দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। এই দেশে আওয়ামী লীগের বাইরে একটি মাত্র রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ, যারা জাতির পিতার আদর্শ নিয়ে কথা বলেন। এ জন্য আমি এই দলে যোগদান করেছি।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইবোনের মতো বলে উল্লেখ করে নকুল কুমার বলেন, ‘একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। অপরজন জাতির পিতার মানসপুত্র, রাজনৈতিক সন্তান।’
নকুল কুমার বলেন, ‘আমি বরিশাল-২ আসন থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করে যে কয়টি ভোট পাব, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’
গানের সুরে সুরে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘আমি হতে চাই না দুর্নীতিবাজ কোনো নেতার চামচা, তাই ভালোবেসে আমি বুকে নিয়েছে বঙ্গবীরের গামছা।’
এ সময় নকুল কুমার বিশ্বাসসহ তাঁর সব সহশিল্পী ও যন্ত্রশিল্পীদের গলায় ছিল গামছা।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৫ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪৩ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
২ ঘণ্টা আগে