Ajker Patrika

৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন 

রাজধানীর তেজগাঁও থানার নাখালপাড়া এলাকা থেকে ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম মেহেদী হাসান ওরফে রাজু। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নাখালপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাইক পেট্রল-৬২ চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দ্রুত পলায়নের চেষ্টা করেন।

এরপর তাকে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে তিনশ বিয়াল্লিশ পুরিয়া হেরোইন জব্দ করা হয়, যার ওজন ৮৫ গ্রাম।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. রেজাউল করিম বাদী হয়ে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১৬ জুলাই আসামি মেহেদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৫ জন আদালত সাক্ষ্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত