নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে এক নারী ও তাঁর দুই ছেলের লাশ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করে।
তিনজন হলো রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) এবং ছেলে শামীম হোসেন (১৫) ও সোলায়মান (৮)। তাদের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশ আঘাতের কোনো চিহ্ন নেই। বিষপান বা অন্য কোনো আলামতও পাওয়া যায়নি।
নার্গিসের বিবাহিত মেয়ে নাসরিন আক্তার বলেন, ‘গতকাল রোববার বাড়ি এসেছিলাম। বিকেলে শুলধন গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভুল করে মায়ের মোবাইল নিয়ে যাই। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। আজ সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিলাম না। ফোন বন্ধ পাওয়ায় বেলা ২টার দিকে আবার বাড়ি আসি। এসে মা এবং দুই ভাইকে মৃত অবস্থায় পাই।’
নাসরিন জানান, তাঁর মা এবং ভাইয়েরা যে ঘরে ঘুমাত ওই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন মা ও দুই ভাই কাঁথা গায়ে দিয়ে খাটে শুয়ে আছে। তখন নাড়াচাড়া করে বুঝতে পারেন তারা জীবিত নেই। কীভাবে তারা মারা গেল, তা বুঝতে পারছেন না বলে জানান নাসরিন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মা ও তাঁর দুই সন্তানকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আবার আত্মহত্যা করেছে কি না, এমন কোনো আলামতও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে এক নারী ও তাঁর দুই ছেলের লাশ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করে।
তিনজন হলো রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) এবং ছেলে শামীম হোসেন (১৫) ও সোলায়মান (৮)। তাদের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশ আঘাতের কোনো চিহ্ন নেই। বিষপান বা অন্য কোনো আলামতও পাওয়া যায়নি।
নার্গিসের বিবাহিত মেয়ে নাসরিন আক্তার বলেন, ‘গতকাল রোববার বাড়ি এসেছিলাম। বিকেলে শুলধন গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভুল করে মায়ের মোবাইল নিয়ে যাই। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। আজ সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিলাম না। ফোন বন্ধ পাওয়ায় বেলা ২টার দিকে আবার বাড়ি আসি। এসে মা এবং দুই ভাইকে মৃত অবস্থায় পাই।’
নাসরিন জানান, তাঁর মা এবং ভাইয়েরা যে ঘরে ঘুমাত ওই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন মা ও দুই ভাই কাঁথা গায়ে দিয়ে খাটে শুয়ে আছে। তখন নাড়াচাড়া করে বুঝতে পারেন তারা জীবিত নেই। কীভাবে তারা মারা গেল, তা বুঝতে পারছেন না বলে জানান নাসরিন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মা ও তাঁর দুই সন্তানকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আবার আত্মহত্যা করেছে কি না, এমন কোনো আলামতও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী নগরীর সপুরা গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়। এ সময় পুলিশ, সেনা ও বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ মিনিট আগেশিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।
১০ মিনিট আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ভাই-বোন দুজনেই দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে বোন নাজিয়া তাবাসসুম নিঝুম (১৩) গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে মারা গেছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। ভাই আরিয়া নাশরাফ নাফি (৯) ওই
১৪ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
৩০ মিনিট আগে