Ajker Patrika

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

ঢাকার কেরানীগঞ্জে স্থাপিত কেন্দ্রীয় কারাগারের রমিজ উদ্দিন (৫৩) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত রমিজ উদ্দিন দোহারের নয়াডাঙ্গী গ্রামের সকিম উদ্দিনের ছেলে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষচন্দ্র বলেন, রমিজ উদ্দিনের দোহার থানার একটি মামলায় পাঁচ বছরের সাজা হয়েছিল। তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন। গতকাল সকালে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত