মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে তানহা (২০) নামের এক গৃহবধূর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তাঁর বাবা, বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনেরা।
আজ সোমবার বিকেল চারটার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। পরিবারের দাবি, নির্যাতন ও শ্বাসরোধে তানহাকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা।
এ ঘটনায় নিহতের স্বামী ফেরদৌস হাসান সোহানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে যান তাঁর স্বামী ফেরদৌস হাসান। পরে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েটাকে নির্যাতন করে মেরেছে। তাই আমি আমার মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছি। এটা সহ্য করার কথা না। আমার মেয়েকে ওর স্বামী মেরেছে। তার যেন ফাঁসি হয়।’
তানহা সদর উপজেলার মিরকাদিমের কাগজীপাড়া এলাকার মহিউদ্দিনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
নিহতের স্বজনেরা বলছেন, প্রায় দুই বছর আগে মিরকাদিম এনায়েত নগরের ফেরদৌস হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয় তানহার। তাঁদের মানহাব নামে ১ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। সম্প্রতি বিভিন্ন সময় দাম্পত্য কলহের জেরে তানহাকে নির্যাতন করে আসছিলেন সোহান। রোববার রাতে তানহার স্বজনেরা জানতে পারেন, তানহা মারা গেছেন।
পুলিশ বলছে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তানহা নামের ওই গৃহবধূকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তাঁর স্বামী সোহান। এ সময় দায়িত্বরত চিকিৎসক রুহুল আমিন গৃহবধূকে মৃত ঘোষণা করলে সোহান তানহার পরিবারকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানানো হয়। পরে স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে সোহানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসার উজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ফেরদৌস হাসানকে প্রথমে আটক করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে সোমবার সকালে মামলা করলে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।’
মুন্সিগঞ্জে তানহা (২০) নামের এক গৃহবধূর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তাঁর বাবা, বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনেরা।
আজ সোমবার বিকেল চারটার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। পরিবারের দাবি, নির্যাতন ও শ্বাসরোধে তানহাকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা।
এ ঘটনায় নিহতের স্বামী ফেরদৌস হাসান সোহানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে যান তাঁর স্বামী ফেরদৌস হাসান। পরে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েটাকে নির্যাতন করে মেরেছে। তাই আমি আমার মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছি। এটা সহ্য করার কথা না। আমার মেয়েকে ওর স্বামী মেরেছে। তার যেন ফাঁসি হয়।’
তানহা সদর উপজেলার মিরকাদিমের কাগজীপাড়া এলাকার মহিউদ্দিনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
নিহতের স্বজনেরা বলছেন, প্রায় দুই বছর আগে মিরকাদিম এনায়েত নগরের ফেরদৌস হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয় তানহার। তাঁদের মানহাব নামে ১ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। সম্প্রতি বিভিন্ন সময় দাম্পত্য কলহের জেরে তানহাকে নির্যাতন করে আসছিলেন সোহান। রোববার রাতে তানহার স্বজনেরা জানতে পারেন, তানহা মারা গেছেন।
পুলিশ বলছে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তানহা নামের ওই গৃহবধূকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তাঁর স্বামী সোহান। এ সময় দায়িত্বরত চিকিৎসক রুহুল আমিন গৃহবধূকে মৃত ঘোষণা করলে সোহান তানহার পরিবারকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানানো হয়। পরে স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে সোহানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসার উজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ফেরদৌস হাসানকে প্রথমে আটক করা হয়। পরে নিহতের বাবা বাদী হয়ে সোমবার সকালে মামলা করলে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।’
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৩ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২৯ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৩৬ মিনিট আগে