Ajker Patrika

৮০ ভাগ সমাধান হয়ে গেছে, টিকার তথ্য গায়েব প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮: ০৭
৮০ ভাগ সমাধান হয়ে গেছে, টিকার তথ্য গায়েব প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর

সার্ভার জটিলতায় টিকা গ্রহীতার তথ্য উধাওয়ের খবর সত্য নয় বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) একজন তথ্য কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেছেন, ‘তথ্য ঠিকই আছে কিন্তু সার্ভার সমস্যায় ডাউনলোড করা যাচ্ছে না। এরই মধ্যে ৮০ ভাগ সমাধান হয়ে গেছে।’

এর আগে গত ১৩ ও ২৮ অক্টোবর সারা দেশে টিকা নেওয়া কয়েক লাখ মানুষের তথ্য সার্ভারে পাওয়া যাচ্ছিল না। টিকাকেন্দ্রগুলো থেকে জানানো হয়, ওই দুদিনে যাঁরা প্রথম ডোজের টিকা নিয়েছেন, তাঁদের তথ্য সার্ভারে পাওয়া যাচ্ছে না। এ কারণে তাঁরা দ্বিতীয় ডোজের এসএমএস পাননি। তাঁরা কেন্দ্রে গিয়ে জানতে পারেন, তাঁদের তথ্য আপডেট করে দেওয়া হচ্ছে। এরপর এসএমএস গেলে তাঁরা টিকা নিতে পারছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ওই দুই দিনে সারা দেশে ৫ লাখ ১৪ হাজার ২২৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। তবে কত সংখ্যক মানুষের টিকার তথ্য সার্ভার জটিলতায় রয়েছে সেই তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) কাছে। 

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এমআইএসের একজন তথ্য কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছু ঠিকই আছে। সার্ভারের সব তথ্য সুরক্ষিতই আছে। কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। এরই মধ্যে ৮০ ভাগ সমাধান হয়ে গেছে। বাকি ২০ ভাগ আমাদের কাছে পাঠিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আর এখন কেউ (সমস্যা নিয়ে) আসতেছেও না।’ 

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের পরিচালক ডা. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেছিলেন, ‘সার্ভারের কোনো সমস্যা হয়নি। সবকিছু ঠিকই আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত