ঢামেক প্রতিবেদক
যাত্রাবাড়ী কাজিরগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামে ২৩ মাসের এক শিশু মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজিরগাঁও বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটিকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মরিয়মের দাদি লাকি বেগম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ভাঙ্গাছরি গ্রামে। লাভলু মিয়া ও রিবা আক্তারের একমাত্র সন্তান মরিয়ম। যাত্রাবাড়ী কাজিরগাঁও ময়লার রাস্তা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
লাকি বেগম আরও জানান, মরিয়মের বাবা লাভলু একটি কার্টন কারখানায় কাজ করেন ও মা রিবা আক্তার গার্মেন্টসকর্মী। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিলেন। বিকেলে বাসার সামনের রাস্তায় একাই খেলছিল মরিয়ম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকি বেগম বলেন, ‘ওই রাস্তা দিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছাড়া কিছুই চলে না। কী গাড়ির ধাক্কায় মরিয়ম মারা গেছে তা বলতে পারছি না। তবে এলাকার অনেকেই বলছে, ট্রাক যেতে দেখেছেন তাঁরা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সন্ধ্যার দিকে স্বজনরা ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ওই শিশু। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।
যাত্রাবাড়ী কাজিরগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামে ২৩ মাসের এক শিশু মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজিরগাঁও বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটিকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মরিয়মের দাদি লাকি বেগম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ভাঙ্গাছরি গ্রামে। লাভলু মিয়া ও রিবা আক্তারের একমাত্র সন্তান মরিয়ম। যাত্রাবাড়ী কাজিরগাঁও ময়লার রাস্তা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
লাকি বেগম আরও জানান, মরিয়মের বাবা লাভলু একটি কার্টন কারখানায় কাজ করেন ও মা রিবা আক্তার গার্মেন্টসকর্মী। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিলেন। বিকেলে বাসার সামনের রাস্তায় একাই খেলছিল মরিয়ম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকি বেগম বলেন, ‘ওই রাস্তা দিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছাড়া কিছুই চলে না। কী গাড়ির ধাক্কায় মরিয়ম মারা গেছে তা বলতে পারছি না। তবে এলাকার অনেকেই বলছে, ট্রাক যেতে দেখেছেন তাঁরা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সন্ধ্যার দিকে স্বজনরা ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ওই শিশু। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।
রংপুরের পীরগাছায় অন্যের বন্ধক রাখা মোবাইল ফোন থেকে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. এমিল উদ্দিন (২৭) রংপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের তাজহাট থানার আশরতপুর এলাকার মো. আফজাল হোসেনের ছেলে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম
৫ মিনিট আগেকুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেসৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
১৪ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩৮ মিনিট আগে