Ajker Patrika

মুন্সিগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর দোকান ভাঙচুর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর দোকান ভাঙচুর

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ইউপি সদস্য প্রার্থীর দোকান লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্যকামার গাও ঘোষবাড়ী সংলগ্ন মিন্টু স্টোরে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সকালে দোকান বন্ধ থাকা অবস্থায় ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলন খানের ছেলে মেহেদি খানের নেতৃত্বে ৮ / ৯ জন লোক ও মিস্ত্রী এসে মো. মিন্টুর দোকানটি ভেঙে দিয়ে চলে যায়। 

৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মিন্টু শেখ বলেন, সকালে দোকান বন্ধ রেখে উপজেলায় গেলে এই সুযোগে ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলন খানের ছেলে মেহেদী (৩৫) এর নেতৃত্বে শফি সর্দারের ছেলে শহিদ সর্দারসহ (৩২) ৭/৮ জন মিলে আমার দোকান ভেঙে সবার চোখের সামনেই আমার প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত মেহেদী বলেন, দোকানের সকল মালামাল একটি ফাঁকা জায়গায় রাখা আছে। আমার জায়গায় সে দোকান তুলে রাখছিল, কয়েকবার বলার পরও সে সেখান থেকে দোকান সরিয়ে নেয়নি। 

তবে দোকান ভেঙে লুটপাটের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মেহেদী মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেন।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, এটি নির্বাচনী কোন সহিংসতা নয়। তাঁদের ব্যক্তিগত বিরোধে ঘটনাটি ঘটেছে। সেখানে অফিসার পাঠিয়েছি ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত