উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জুন) মধ্যরাতে খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১১ জুন) বিকেলে ডিএমপির খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
আশিকুর রহমান জানান, খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে গতকাল দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে খিলক্ষেত থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া আবুল খায়ের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেতের টানপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি।
আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়েরের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরে তিনি কারাগারে রয়েছেন।
পরিদর্শক আশিকুর রহমান বলেন, এ ছাড়া তাঁর বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা, খিলক্ষেত থানায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানায় একটি প্রতারণাসহ আরেকটি বাড়িতে চুরির অভিযোগে মামলা রয়েছে।
ওই সব মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলেও জানিয়েছেন পরিদর্শক আশিকুর রহমান।
রাজধানীর খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জুন) মধ্যরাতে খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১১ জুন) বিকেলে ডিএমপির খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
আশিকুর রহমান জানান, খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে গতকাল দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে খিলক্ষেত থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া আবুল খায়ের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেতের টানপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি।
আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়েরের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরে তিনি কারাগারে রয়েছেন।
পরিদর্শক আশিকুর রহমান বলেন, এ ছাড়া তাঁর বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা, খিলক্ষেত থানায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানায় একটি প্রতারণাসহ আরেকটি বাড়িতে চুরির অভিযোগে মামলা রয়েছে।
ওই সব মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলেও জানিয়েছেন পরিদর্শক আশিকুর রহমান।
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল রয়েছে।
১৬ মিনিট আগেহরিপুরে মো. মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার তোররা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগেবরিশালের মুলাদীতে মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরীর পরিবার বলছে, কীটনাশক পান করে সে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে