ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নেই চিরচেনা যানজট। এবারে পাল্টে গেছে মহাসড়কের চিত্র। ফলে কোনো রকম দুর্ভোগ ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন চালক ও যাত্রীরা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহার আগে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক বিভাজক বন্ধ করে দিয়ে ইউটার্ন খুলে দেওয়ায় যানবাহনগুলো কোনো সিগন্যাল ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছে। সে জন্য এবার মহাসড়কের যানজট পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। আমরা যানজট নিরসনে সব সময় নিরলস কাজ করে যাচ্ছি।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ অফিস সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় এ বছর সাতটি ইউলুপ নির্মাণ করা হয়েছে।
শিমরাইল (চিটাগাং রোড) বাসস্ট্যান্ড, কাঁচপুর, মদনপুর, কেওঢালা, লাঙ্গলবন্দ ও মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে যেসব যানবাহন ইউটার্ন নিয়ে চলাচল করত, ওই সব ইউটার্ন এ বছর বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব স্থানীয় যানবাহন এসব স্ট্যান্ড থেকে যাত্রী ওঠা-নামা করত, ওইসব স্ট্যান্ডে আলাদা লেন করে দেওয়া হয়েছে।
যাতে দূরপাল্লার সব ধরনের যানবাহন নির্বিঘ্নে মহাসড়ক দিয়ে চলাচল করতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত দূরপাল্লার যানবাহন আগে এসব বাসস্ট্যান্ডে লোকাল বাস ও অন্যান্য যানবাহন মহাসড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করার কারণে নির্বিঘ্নে দূরপাল্লার যানবাহন চলাচল করতে পারত না। এ কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো।
সাইফুল ইসলাম নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর ঈদের সময় যাত্রীদের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেলেও এবার তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এবারে ঈদযাত্রায় মহাসড়কের এমন ফাঁকা অবস্থা আগে কখনো দেখিনি। স্বাভাবিকের তুলনায় আরামদায়কভাবেই গ্রামে যেতে পারছি।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগের পদক্ষেপ হিসেবে মহাসড়কে ইউলুপ ও বাসস্ট্যান্ডগুলোতে লোকাল বাসের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে। ফলে এবারের ঈদে ঘরমুখী দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি।’
ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নেই চিরচেনা যানজট। এবারে পাল্টে গেছে মহাসড়কের চিত্র। ফলে কোনো রকম দুর্ভোগ ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন চালক ও যাত্রীরা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহার আগে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক বিভাজক বন্ধ করে দিয়ে ইউটার্ন খুলে দেওয়ায় যানবাহনগুলো কোনো সিগন্যাল ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছে। সে জন্য এবার মহাসড়কের যানজট পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে। আমরা যানজট নিরসনে সব সময় নিরলস কাজ করে যাচ্ছি।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ অফিস সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় এ বছর সাতটি ইউলুপ নির্মাণ করা হয়েছে।
শিমরাইল (চিটাগাং রোড) বাসস্ট্যান্ড, কাঁচপুর, মদনপুর, কেওঢালা, লাঙ্গলবন্দ ও মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে যেসব যানবাহন ইউটার্ন নিয়ে চলাচল করত, ওই সব ইউটার্ন এ বছর বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব স্থানীয় যানবাহন এসব স্ট্যান্ড থেকে যাত্রী ওঠা-নামা করত, ওইসব স্ট্যান্ডে আলাদা লেন করে দেওয়া হয়েছে।
যাতে দূরপাল্লার সব ধরনের যানবাহন নির্বিঘ্নে মহাসড়ক দিয়ে চলাচল করতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত দূরপাল্লার যানবাহন আগে এসব বাসস্ট্যান্ডে লোকাল বাস ও অন্যান্য যানবাহন মহাসড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করার কারণে নির্বিঘ্নে দূরপাল্লার যানবাহন চলাচল করতে পারত না। এ কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো।
সাইফুল ইসলাম নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর ঈদের সময় যাত্রীদের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেলেও এবার তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এবারে ঈদযাত্রায় মহাসড়কের এমন ফাঁকা অবস্থা আগে কখনো দেখিনি। স্বাভাবিকের তুলনায় আরামদায়কভাবেই গ্রামে যেতে পারছি।’
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগের পদক্ষেপ হিসেবে মহাসড়কে ইউলুপ ও বাসস্ট্যান্ডগুলোতে লোকাল বাসের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে। ফলে এবারের ঈদে ঘরমুখী দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি।’
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেচট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে ২টি গাভি ও ১টি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।
৪১ মিনিট আগেনাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
১ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা
১ ঘণ্টা আগে