Ajker Patrika

সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১: ১১
সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা সামছুউদ্দিন ব্যাপারী (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। 

আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফুলহার লঞ্চ ঘাটের কাছে এ ঘটনা ঘটে। 
 
নিখোঁজ সামছুউদ্দিন ব্যাপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলতানার বাবা। 
 
বিষয়টি নিশ্চিত করে রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান রাসেল জানান, সকাল ৬টার দিকে সামছুউদ্দিন ব্যাপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙ্গি নৌকা নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙ্গি নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকাটি পানিতে তলিয়ে যায় এবং নৌকায় থাকা সামছুউদ্দিন নিখোঁজ হন। 
 
এ বিষয়ে সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মো. নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। নিখোঁজের সন্ধান পেতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত