সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা রাজনীতিতে এসেছিলেন। শুধু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রতিশোধ নিয়েছেন তিনি।’
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয় খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা-কর্মী ও দেশের জনগণের কথা চিন্তা না করে তাঁর বোনকে বগলে করে নিয়ে পালিয়ে ভারত চলে গেছেন। শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই হত্যা করেছে, তাঁর লাশ ধানমন্ডি ৩২-এ পড়ে ছিল। আওয়ামী লীগের কেউ তখন তাঁর লাশটাও ধরতে আসেনি। তাই শেখ হাসিনা তাঁর বাবার হত্যার বিচার করতেই দেশে ফিরে এসেছিলেন।’
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যাকে নেত্রী মেনেছে, তিনি চেয়েছিলেন এমন কাজ করবেন—যাতে আর কেউ এ দেশে আওয়ামী লীগের নাম মুখে না আনে। কারণ, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিলেন। তাঁর বাবাকে হত্যা করার পর ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। এ জন্য তিনি যখন পালিয়ে যান, আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মীর কথা দুইবার ভাবেননি।’
খেলাফত মজলিস সোনারগাঁ উপজেলার সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ, আতাউল্লাহ আমীন, কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি মুফতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ হাফেজ কারি মোয়াজ্জেম হোসাইন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা কমিটির সেক্রেটারি ড. ইকবাল হোসাইন ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা রাজনীতিতে এসেছিলেন। শুধু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রতিশোধ নিয়েছেন তিনি।’
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয় খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা-কর্মী ও দেশের জনগণের কথা চিন্তা না করে তাঁর বোনকে বগলে করে নিয়ে পালিয়ে ভারত চলে গেছেন। শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই হত্যা করেছে, তাঁর লাশ ধানমন্ডি ৩২-এ পড়ে ছিল। আওয়ামী লীগের কেউ তখন তাঁর লাশটাও ধরতে আসেনি। তাই শেখ হাসিনা তাঁর বাবার হত্যার বিচার করতেই দেশে ফিরে এসেছিলেন।’
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যাকে নেত্রী মেনেছে, তিনি চেয়েছিলেন এমন কাজ করবেন—যাতে আর কেউ এ দেশে আওয়ামী লীগের নাম মুখে না আনে। কারণ, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিলেন। তাঁর বাবাকে হত্যা করার পর ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। এ জন্য তিনি যখন পালিয়ে যান, আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মীর কথা দুইবার ভাবেননি।’
খেলাফত মজলিস সোনারগাঁ উপজেলার সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ, আতাউল্লাহ আমীন, কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি মুফতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ হাফেজ কারি মোয়াজ্জেম হোসাইন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা কমিটির সেক্রেটারি ড. ইকবাল হোসাইন ভূঁইয়া প্রমুখ।
গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) সদস্যরা।
৬ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দমিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের বাবা মাওলানা আবদুল মালেক।
১২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান।
২২ মিনিট আগেদলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
২৮ মিনিট আগে