ঢামেক প্রতিবেদক
রাজধানীর মিরপুর শাহআলীতে আল-আমিন ওরফে রুহুল আমিন (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আল-আমিনকে হাসপাতালে আনা হৃদয় মিয়া বলেন, তাঁরা মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকেন। পেশায় রাজমিস্ত্রি ছিলেন আল-আমিন। হৃদয় তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁরা সকালে কাজের জন্য মিরপুর-১, শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসেছিলেন। আল-আমিনকে সেখানে রেখে একটু দূরে নিজের কোদাল আনতে যান হৃদয়। কোদাল নিয়ে আবার ফিরে এসে দেখেন, আল-আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ তাঁকে ধরছে না। তখন তিনি নিজেই হাসপাতালে নিয়ে আসেন।
নিহত আল-আমিনের বাবা আবুল হোসেন জানান, তাঁদের বাড়ি বরগুনা জেলটর বেতাগী উপজেলার কালকাবাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আল-আমিন। এরপর লোক মারফত খবর পান, আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরে তাঁরা ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পান। এক মেয়ের জনক ছিলেন আল-আমিন। তাঁর স্ত্রী হিরা ৮ মাসের অন্তঃসত্ত্বা।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, তাঁরই এক সহকর্মী আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়েছে।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতের স্বজন ও ঘটনাস্থল থেকে জানা গেছে, তাঁর এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়েছে আল-আমিনকে। তবে তাকে যে সহকর্মী হাসপাতালে নিয়ে গেছে সে দাবি করেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
রাজধানীর মিরপুর শাহআলীতে আল-আমিন ওরফে রুহুল আমিন (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আল-আমিনকে হাসপাতালে আনা হৃদয় মিয়া বলেন, তাঁরা মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকেন। পেশায় রাজমিস্ত্রি ছিলেন আল-আমিন। হৃদয় তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁরা সকালে কাজের জন্য মিরপুর-১, শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসেছিলেন। আল-আমিনকে সেখানে রেখে একটু দূরে নিজের কোদাল আনতে যান হৃদয়। কোদাল নিয়ে আবার ফিরে এসে দেখেন, আল-আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ তাঁকে ধরছে না। তখন তিনি নিজেই হাসপাতালে নিয়ে আসেন।
নিহত আল-আমিনের বাবা আবুল হোসেন জানান, তাঁদের বাড়ি বরগুনা জেলটর বেতাগী উপজেলার কালকাবাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আল-আমিন। এরপর লোক মারফত খবর পান, আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরে তাঁরা ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পান। এক মেয়ের জনক ছিলেন আল-আমিন। তাঁর স্ত্রী হিরা ৮ মাসের অন্তঃসত্ত্বা।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, তাঁরই এক সহকর্মী আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়েছে।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতের স্বজন ও ঘটনাস্থল থেকে জানা গেছে, তাঁর এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়েছে আল-আমিনকে। তবে তাকে যে সহকর্মী হাসপাতালে নিয়ে গেছে সে দাবি করেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
রিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
২১ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
৩৯ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
৪১ মিনিট আগে