Ajker Patrika

মিরপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

ঢামেক প্রতিবেদক
মিরপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর মিরপুর শাহআলীতে আল-আমিন ওরফে রুহুল আমিন (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

আল-আমিনকে হাসপাতালে আনা হৃদয় মিয়া বলেন, তাঁরা মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকেন। পেশায় রাজমিস্ত্রি ছিলেন আল-আমিন। হৃদয় তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁরা সকালে কাজের জন্য মিরপুর-১, শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসেছিলেন। আল-আমিনকে সেখানে রেখে একটু দূরে নিজের কোদাল আনতে যান হৃদয়। কোদাল নিয়ে আবার ফিরে এসে দেখেন, আল-আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ তাঁকে ধরছে না। তখন তিনি নিজেই হাসপাতালে নিয়ে আসেন। 

নিহত আল-আমিনের বাবা আবুল হোসেন জানান, তাঁদের বাড়ি বরগুনা জেলটর বেতাগী উপজেলার কালকাবাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আল-আমিন। এরপর লোক মারফত খবর পান, আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরে তাঁরা ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পান। এক মেয়ের জনক ছিলেন আল-আমিন। তাঁর স্ত্রী হিরা ৮ মাসের অন্তঃসত্ত্বা। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, তাঁরই এক সহকর্মী আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়েছে। 

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতের স্বজন ও ঘটনাস্থল থেকে জানা গেছে, তাঁর এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়েছে আল-আমিনকে। তবে তাকে যে সহকর্মী হাসপাতালে নিয়ে গেছে সে দাবি করেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত