ঢামেক প্রতিবেদক
রাজধানীর মিরপুর শাহআলীতে আল-আমিন ওরফে রুহুল আমিন (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আল-আমিনকে হাসপাতালে আনা হৃদয় মিয়া বলেন, তাঁরা মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকেন। পেশায় রাজমিস্ত্রি ছিলেন আল-আমিন। হৃদয় তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁরা সকালে কাজের জন্য মিরপুর-১, শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসেছিলেন। আল-আমিনকে সেখানে রেখে একটু দূরে নিজের কোদাল আনতে যান হৃদয়। কোদাল নিয়ে আবার ফিরে এসে দেখেন, আল-আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ তাঁকে ধরছে না। তখন তিনি নিজেই হাসপাতালে নিয়ে আসেন।
নিহত আল-আমিনের বাবা আবুল হোসেন জানান, তাঁদের বাড়ি বরগুনা জেলটর বেতাগী উপজেলার কালকাবাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আল-আমিন। এরপর লোক মারফত খবর পান, আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরে তাঁরা ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পান। এক মেয়ের জনক ছিলেন আল-আমিন। তাঁর স্ত্রী হিরা ৮ মাসের অন্তঃসত্ত্বা।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, তাঁরই এক সহকর্মী আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়েছে।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতের স্বজন ও ঘটনাস্থল থেকে জানা গেছে, তাঁর এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়েছে আল-আমিনকে। তবে তাকে যে সহকর্মী হাসপাতালে নিয়ে গেছে সে দাবি করেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
রাজধানীর মিরপুর শাহআলীতে আল-আমিন ওরফে রুহুল আমিন (৩০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আল-আমিনকে হাসপাতালে আনা হৃদয় মিয়া বলেন, তাঁরা মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকেন। পেশায় রাজমিস্ত্রি ছিলেন আল-আমিন। হৃদয় তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁরা সকালে কাজের জন্য মিরপুর-১, শাহআলী মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় বসেছিলেন। আল-আমিনকে সেখানে রেখে একটু দূরে নিজের কোদাল আনতে যান হৃদয়। কোদাল নিয়ে আবার ফিরে এসে দেখেন, আল-আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কেউ তাঁকে ধরছে না। তখন তিনি নিজেই হাসপাতালে নিয়ে আসেন।
নিহত আল-আমিনের বাবা আবুল হোসেন জানান, তাঁদের বাড়ি বরগুনা জেলটর বেতাগী উপজেলার কালকাবাড়ি গ্রামে। ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আল-আমিন। এরপর লোক মারফত খবর পান, আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরে তাঁরা ঢাকা মেডিকেলে এসে ছেলের মরদেহ দেখতে পান। এক মেয়ের জনক ছিলেন আল-আমিন। তাঁর স্ত্রী হিরা ৮ মাসের অন্তঃসত্ত্বা।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, তাঁরই এক সহকর্মী আল-আমিনকে কোদাল দিয়ে কুপিয়ে দৌড়ে পালিয়েছে।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতের স্বজন ও ঘটনাস্থল থেকে জানা গেছে, তাঁর এক সহকর্মী কোদাল দিয়ে কুপিয়েছে আল-আমিনকে। তবে তাকে যে সহকর্মী হাসপাতালে নিয়ে গেছে সে দাবি করেছে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে প্রাণে বাঁচতে গিয়ে আহত হয়েছেন বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেকিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকায় দাপিয়ে বেড়ানো বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এই
২৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে মো. মাহবুব হোসেন নামে এক জামায়াত নেতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও রাজনীতি ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মাহবুব হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেক্রেটারি। চাঁদা না দিলে তাঁকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়
৩৬ মিনিট আগেবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
২ ঘণ্টা আগে