Ajker Patrika

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতিকে মারধরের ঘটনায় থানায় মামলা

ঢাবি প্রতিনিধি
ঢাবি সাংবাদিক সমিতির সভাপতিকে মারধরের ঘটনায় থানায় মামলা

রাজধানীর বঙ্গবাজারে ইসলামিয়া মার্কেটে গত ৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভূঁইয়াকে মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইমুম ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

মারধরের ঘটনায় আসামি করা হয়েছে শাহবাগ থানা বিএনপি নেতা ও ২০ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফ ও ব্যবসায়ী আবুল হোসেন টাবু। 

মামলার এজাহারে সাদি উল্লখ করেন, ইসলামীয়া সুপার মার্কেটে কেনাকাটার জন্য যাই। মার্কেটের মালিকের ছেলে সৈয়দ আসিফুল ইসলাম সজলের সঙ্গে আমাদের পূর্ব পরিচিত থাকায় আমরা মার্কেটের ৪র্থ তলায় তার অফিসে যাই। এ সময় হাতে লাঠি সোঁটা, রড, জিআই পাইপ, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা সেখানে যায় এবং আমাদের পরিচয় জানতে চায়। তখন আমরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে উক্ত আসামিরা আমাদের মাথায় ইট এবং বাঁশ দিয়ে আঘাত করে। তখন লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তাদের হাতে থাকা অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম কর। 

এজাহারে আরও উল্লেখ করা হয়, সাদি ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক নাহিদ হাসানের কাছে থাকা মোবাইল, নগদ টাকা, আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। 

এসআই সাইমুম ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের ধরতে অভিযান চালানো হয়েছে। তাদের অবস্থান করার সম্ভাব্য জায়গায় অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত