Ajker Patrika

সিরাজদিখানে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২৪, ১৪: ১৫
সিরাজদিখানে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার সকালে ঢাকা-নবাবগঞ্জ সড়কের সিরাজদিখান উপজেলার খারশুর গ্রামের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন দোহার থানার সাতভিটা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে শেখ মো. রহমান (৫৮) ও ইসলামপুর (খালপাড়) গ্রামের মৃত রাজ্জাকের ছেলে শাহীন হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর গ্রামের তালতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জগামী নবকলি পরিবহনের সঙ্গে ঢাকাগামী নম্বরবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শেখরনগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অটোরিকশার চালকসহ তিনজন। তাঁদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত দুজনের লাশ শেখরনগর তদন্ত কেন্দ্রে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত