Ajker Patrika

খালাস চেয়ে আপিল করেছেন আবরার হত্যা মামলার আসামি সেতু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭: ২০
খালাস চেয়ে আপিল করেছেন আবরার হত্যা মামলার আসামি সেতু 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এস এম মাহমুদ সেতু খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বুধবার এই আপিল দায়ের করা হয়। 

সেতুর আইনজীবী জামিউল হক ফয়সাল আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারটি গ্রাউন্ডে খালাস চাওয়া হয়েছে।’ 

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত ওই রায় দেন। চলতি বছরের ৬ জানুয়ারি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে আসে। এখন আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স একসঙ্গে শুনানি হবে হাইকোর্টে। 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত