মুন্সিগঞ্জ প্রতিনিধি
বাকিতে সিগারেট নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নাঈম সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত তরুণের নাম মাহিম সরকার (২০)। তিনি সদর উপজেলার বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নিজের মুদিদোকানে ঘুমিয়ে ছিলেন মাহিম। রাত ৩টার দিকে নাঈম সরকার দোকান থেকে দুটি সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে মাহিম বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরদিন (বুধবার) দুপুরে মোবাইল ফোনে মাহিমকে গালাগাল করেন নাঈম এবং তাঁর বাবাসহ বাড়িতে আসতে বলেন।
পরে মাহিম তাঁর বাবাকে নিয়ে নাঈমের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই নাঈম ধারালো ছুরি দিয়ে মাহিমের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন মাহিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ও মাহিমের খালাতো ভাই রাকিব হোসেন রকি বলেন, ‘সিগারেটের মতো তুচ্ছ বিষয়ের জেরে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘ঘটনার পরদিনই অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে হত্যাচেষ্টার মামলা হয়েছিল, মাহিমের মৃত্যুর পর সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বাকিতে সিগারেট নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নাঈম সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত তরুণের নাম মাহিম সরকার (২০)। তিনি সদর উপজেলার বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নিজের মুদিদোকানে ঘুমিয়ে ছিলেন মাহিম। রাত ৩টার দিকে নাঈম সরকার দোকান থেকে দুটি সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে মাহিম বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরদিন (বুধবার) দুপুরে মোবাইল ফোনে মাহিমকে গালাগাল করেন নাঈম এবং তাঁর বাবাসহ বাড়িতে আসতে বলেন।
পরে মাহিম তাঁর বাবাকে নিয়ে নাঈমের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই নাঈম ধারালো ছুরি দিয়ে মাহিমের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন মাহিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ও মাহিমের খালাতো ভাই রাকিব হোসেন রকি বলেন, ‘সিগারেটের মতো তুচ্ছ বিষয়ের জেরে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘ঘটনার পরদিনই অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে হত্যাচেষ্টার মামলা হয়েছিল, মাহিমের মৃত্যুর পর সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
৬ সেপ্টেম্বর রাতে চরপুঁটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং ইউনিয়ন ছাত্রদল নেতা আইয়ুব আলী বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়।
৮ মিনিট আগেগোপালগঞ্জে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতা-কর্মীরা...
১৩ মিনিট আগেকোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, "আমরা সড়ক অবরোধ ঠেকাতে চেষ্টা করেছি। কিন্তু তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই, তাই এখনই প্রতিরোধে গেলে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে তাঁরা আপাতত
২৯ মিনিট আগে“আমরা দুই বোন ও এক ভাই। বাবা শ্রমিকের কাজ করে আমাদের পাঁচ সদস্যের পরিবারের ভরণ-পোষণ করতেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী বিল্লাল গাজীর কৃষি জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। রাত ১০টা ১৫ মিনিটে বাড়ির পাশের একটি কৃষি মাঠে বাবার মরদেহ পড়ে থাকতে দেখি।
৩৩ মিনিট আগে