Ajker Patrika

শ্রীনগরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
শ্রীনগরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেহাল বালাসুর-নতুন বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ শুক্রবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় ওই সড়ক অবরোধ করে এই কর্মসূচি করা হয়। 

সরেজমিনে জানা গেছে, বিক্ষোভ ও মানববন্ধনের সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হন পথচারীরা। উপজেলার বালাসুর নতুন বাজারের একমাত্র চলাচলের এই সড়ক তিন বছর ধরে বেহাল। সম্প্রতি বালাসুর চৌরাস্তার মাথার কিছু অংশ ও নতুন বাজারে ভেতরের কিছু অংশ ঢালাইয়ের কাজ করা হলেও বাকি সড়কে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এলাকার ভুক্তভোগী মানুষ ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। 

বালাসুর-নতুন বাজার সড়ক দিয়ে ভাগ্যকূল ও রাঢ়ীখাল ইউনিয়নের নাগরনন্দী, কামারগাওঁ, জগন্নাথপট্রি, টেটামারা, বানিয়াবাড়ি, বাঘাডাঙ্গা, নতুন বাজার, কাশেমনগর, পর্যটন কেন্দ্র জমিদার যদুনাথ রায়ের বাড়ির বিক্রমপুর যাদুঘর ও আরিয়াল বিল এলাকার হাজার হাজার মানুষ চলাচল করেন। 

স্থানীয় লোকজন জানান, কর্তৃপক্ষ সড়কটি চার ফুট চওড়াকরন ও সংস্কার উন্নয়নের জন্য ২০২০ সালের ৪ মার্চ মেসার্স খোকন লেদারস ও ২০২১ সালের ৭ নভেম্বর মেসার্স মিজান অ্যান্ড ব্রাদার্সকে কার্যাদেশ দিলে ভালো সড়কটিতে কয়েক দিন খোঁড়াখুঁড়ি করায় আরও বেহাল হয়ে যায়। এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। যা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শাহ জামাল বাসার, বলরাম বাহাদুর, আবুল কালাম সিকদার, আব্দুল খালেক মোল্লা, খোকন বেপারী, মো. রাজু শেখ, বাপ্পি মোল্লা, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সামনে বৃষ্টি-বাদলের সময়, এসব খানা-খন্দে পানি জমা হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই দুর্ভোগ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি সড়কটি দ্রুত সংস্কার করা হোক। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, ‘সড়কটির বর্তমান টেন্ডার বাতিল করে রিটেন্ডারের আহ্বানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত