Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ নাগরিক মঞ্চের ১১ দফা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ নাগরিক মঞ্চের ১১ দফা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১১ দফা দাবি জানিয়েছে নাগরিক মঞ্চের নেতারা। আজ সোমবার রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক মঞ্চের উদ্যোগে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, সকল রাজবন্দী ও আলেম ওলামাদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান নাগরিক মঞ্চের নেতারা।

এসব দাবির মধ্যে রয়েছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, গ্রেপ্তার রাজনৈতিক নেতা–কর্মীদের মুক্তি, নিত্য প্রয়োজনীয় পণ্য, গ্যাস, পানি, বিদ্যুতের দাম কমানো, ব্যাংক বিমাসহ সব প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করা, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকের আগ্রাসন বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ ও রাজনৈতিক দলের নিবন্ধন সহজ করা।

প্রধান অতিথির বক্তব্যে নৈতিক সমাজের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত আমসাআ আমিন বলেন, এর আগেও আমরা অনেক দাবি করেছি। আমাদের কোনো দাবি শোনা হয়নি। এ জন্য আন্দোলন করে এগিয়ে যেতে হবে। 

সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সমন্বয়ক দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, নৈতিক সমাজের উপদেষ্টা মেজর (অবসরপ্রাপ্ত) মজিবুল হকসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত