Ajker Patrika

টঙ্গীবাড়িতে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

টঙ্গীবাড়ি (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
টঙ্গীবাড়িতে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

টঙ্গীবাড়িতে দৈনিক আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ও টঙ্গীবাড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মাসুমের আয়োজনে টঙ্গীবাড়ি প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজিত হয়। 

টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টঙ্গিবাড়ী উপজেলা শাখার সভাপতি ও নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ি উপজেলার সাধারণ সম্পাদক জনাব মো. সাইফুর রহমান, টঙ্গীবাড়ি থানা ওসি তদন্ত মো. শফি উদ্দিন, সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম বিপ্লব। 

প্রধান অতিথির বক্তব্যে মোল্লা সোহেব আলী বলেন, ‘টঙ্গীবাড়িতে মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিক ও পুলিশ আমরা একসঙ্গে কাজ করব। আমি আজকের পত্রিকার সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’ 

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সহ সভাপতি ফরমান দেওয়ান, শেখ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক অনিক শেখ, সাংবাদিক সালমান হাসান, হোসাইন হাওলাদার, আরিফ মোল্লা, শুভ মাঝি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত