Ajker Patrika

অমর একুশে বইমেলা: স্টল বরাদ্দ নিয়ে বিভক্তি

  • ‘কালোতালিকাভুক্ত’ অনেকের বরাদ্দ স্থান কমেছে।
  • বই-বাণিজ্য করাদের প্রতীকী শাস্তি দাবি এক পক্ষের।
  • শিল্পের জন্য ক্ষতিকর বলে ‘ট্যাগ দেওয়ার’ নিন্দা।
আজকের পত্রিকা ডেস্ক­
আর দিন কুড়ি পরই শুরু হবে অমর একুশে বইমেলা। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রকাশকেরা। ছাপাখানায় চলছে বই ছাপানোর কাজ। মেলা মাঠে স্টল তৈরিতেও নেমে পড়েছেন শ্রমিকেরা। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: আজকের পত্রিকা
আর দিন কুড়ি পরই শুরু হবে অমর একুশে বইমেলা। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রকাশকেরা। ছাপাখানায় চলছে বই ছাপানোর কাজ। মেলা মাঠে স্টল তৈরিতেও নেমে পড়েছেন শ্রমিকেরা। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: আজকের পত্রিকা

অমর একুশে বইমেলা ২০২৫-এর স্টল বরাদ্দের তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, একটি পক্ষের কথিত কালোতালিকাভুক্তদের কম জায়গা বরাদ্দ পাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, বাস্তবেও অনেকটা তাই হয়েছে। এ নিয়ে প্রকাশকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। প্রকাশকদের কেউ কেউ বিগত আওয়ামী সরকারের আমলের সুবিধাভোগী হওয়ায় তাঁদের চিহ্নিত করে এ ধরনের ব্যবস্থা নেওয়ার সমালোচনা করেছে একটি পক্ষ।

তালিকা ঘেঁটে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোর একুশে বইমেলায় যাঁরা প্যাভিলিয়ন (প্রদর্শনী ও বিক্রির বড় জায়গা) পেয়েছিলেন, এবার তাঁদের অনেকে পাননি। জানা গেছে, প্রকাশকদের একটি পক্ষের করা কালোতালিকাভুক্তদের অপেক্ষাকৃত ছোট প্যাভিলিয়ন কিংবা ছোট আয়তনের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

তালিকায় দেখা গেছে, সবচেয়ে বড় (২৪ ফুট বাই ২৪ ফুট) আকারের প্যাভিলিয়ন পেয়েছে ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান। ২০ বাই ২০ ফুট আকারের প্যাভিলিয়ন পেয়েছে ১২টি, ৪ ইউনিটের স্টল পেয়েছে ২৬টি, ৩ ইউনিট পেয়েছে ৪৮টি, ২ ইউনিট পেয়েছে ১৩৮টি এবং ১ ইউনিটের স্টল পেয়েছে ১৬২টি প্রতিষ্ঠান। শিশু কর্নারে ৩ ইউনিট ৭টি, ২ ইউনিট ২৩টি এবং ১ ইউনিট পেয়েছে ২৮টি প্রতিষ্ঠান।

সবচেয়ে বড় প্যাভিলিয়ন পাওয়া ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান হলো অবসর, অনন্যা, ইউপিএল, স্টুডেন্টওয়েজ, প্রথমা, মাওলা ব্রাদার্স, ঐতিহ্য, কথাপ্রকাশ, পাঞ্জেরী, বাংলাপ্রকাশ, জ্ঞানকোষ, শোভা প্রকাশ, অন্যধারা ও আদর্শ। এর একটু ছোট প্যাভিলিয়নগুলো পেয়েছে অক্ষর, আকাশ, ইত্যাদি, ভাষাচিত্র, অনুপম, অন্যপ্রকাশ,আগামী,অ্যাডর্ন, আফসার, বাতিঘর, ইতি প্রকাশন ও গতিধারা।

গত বছর বড় প্যাভিলিয়ন পাওয়া বেশ কয়েকটি প্রকাশনীকে এ বছর ছোট প্যাভিলিয়ন বা ৪ ইউনিটের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বছর অপেক্ষাকৃত ছোট প্যাভিলিয়ন পাওয়া নিয়ে মন্তব্য চাইলে অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘আমি কিংকর্তব্যবিমূঢ়। কোনো তথ্য প্রমাণ এবং যাচাই বাছাই ছাড়াই গুটিকয়েক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা খুবই দুঃখজনক।’

এবার কবি তারিক সুজাতের জার্নিম্যান বুকসকে কোনো স্টল দেওয়া হয়নি।

গত বৃহস্পতিবার বইমেলার স্টল বরাদ্দ উপকমিটির বৈঠকে কোন প্রতিষ্ঠান কী বরাদ্দ পাবে, তা নিয়ে আলোচনা হয়। জানা গেছে, উপকমিটির কাছে একদল প্রকাশক কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের নামে অভিযোগ করেন। বিগত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ করে তাদের কালোতালিকাভুক্ত করার দাবি জানান তাঁরা।

কথিত কালোতালিকাভুক্ত প্রকাশনীগুলোর মধ্যে ছিল অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অন্বেষা প্রকাশন, অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, কাকলী প্রকাশনী, জার্নিম্যান বুকস, তাম্রলিপি, পাঠকসমাবেশ, পুঁথিনিলয়, মিজান পাবলিশার্স, সময় প্রকাশন, চারুলিপি প্রকাশন, জিনিয়াস পাবলিকেশনস, নালন্দা, পার্ল পাবলিকেশন্স, বিশ্বসাহিত্য ভবন ও শব্দশৈলী। জানা গেছে, অভিযোগকারীরা এবারের মেলায় এই প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে সাধারণ স্টল বরাদ্দ দেওয়ার দাবি করেছিলেন।

এ ব্যাপারে বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি এবং লাবনী প্রকাশনীর কর্ণধার ইকবাল হোসেন সানু বলেন, বইমেলা উপকমিটির বৈঠকে অতীতে ‘ফ্যাসিস্টের দোসর, বই-বাণিজ্য ও টেন্ডারবাজি করা’ প্রকাশকদের কালোতালিকাভুক্ত করার বিষয়ে ‘ছাত্রজনতার দাবি’ উত্থাপন করা হয়। এর প্রেক্ষাপটে তাদের প্রতীকী শাস্তি দেওয়া হয়েছে। বইমেলা পরিচালনা কমিটির সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালোতালিকায় থাকা কয়েকজন প্রকাশকের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের ভাষ্য, প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ নিয়ে এই সিদ্ধান্ত কার্যত ‘ট্যাগ’-এর রাজনীতি। তাঁরা প্রশ্ন করেন, যে অভিযোগের ভিত্তিতে কালোতালিকাভুক্ত করা হয়েছে, তার প্রমাণ কোথায়। এই পক্ষের অভিযোগ, কালোতালিকা প্রস্তুতকারীদেরও অনেকে আগের আমলে সুবিধা নিয়েছে।

গত বছর প্যাভিলিয়ন পাওয়া পুঁথিনিলয় এবার পেয়েছে ৪ ইউনিটের স্টল। এর কর্ণধার শ্যামল পাল বলেন, ‘পুঁথিনিলয় কোনো টেন্ডার কিংবা সুবিধা নেয়নি। রাজনৈতিক কোনো যোগাযোগ ছিল না। যাঁরা এখন নেতা হয়ে এই দাবিতে জড়িত, তাঁরা কী মাপের প্রকাশক, সবাই জানেন।’

সম্প্রতি বইমেলার স্টল ভাড়া কমানো, প্যাভিলিয়ন-প্রথা বাতিলসহ বেশ কিছু দাবিতে বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি, সাম্প্রতিককালে গঠিত বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি এবং জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ প্রতীকী অনশন পালন করে।

জানতে চাইলে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন বলেন, ‘বইমেলায় স্টল বরাদ্দের জন্য গঠিত উপকমিটি এই সিদ্ধান্ত নেয়। সভায় উপস্থিত সদস্যরা ঐকমত্যের ভিত্তিতে স্টল বরাদ্দ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৩: ১৩
নিহত লায়লা আফরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজ। ছবি: সংগৃহীত
নিহত লায়লা আফরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজ। ছবি: সংগৃহীত

‎রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ঝালকাঠি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

‎গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

‎মামুন বলেন, গৃহকর্মী আয়েশাকে দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।

মা-মেয়ে হত্যায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। ছবি: আজকের পত্রিকা
মা-মেয়ে হত্যায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। ছবি: আজকের পত্রিকা

গতকাল তাঁদের মরদেহ নাটোরে দাফন করা হয়েছে। মামলার এজাহারে বাসা থেকে মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা বলা হয়েছে।

ভবনের ভেতরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। চার দিন আগে আয়েশা পরিচয় দিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজ নেওয়া তরুণী (২০) এই জোড়া খুনে জড়িত বলে সন্দেহ স্বজনদের। ঘটনার পর থেকে ওই তরুণী পলাতক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 
গাংনী উপজেলার দেবীপুর গ্রামে মজিরুলের নেতৃত্বে কবর খোঁড়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
গাংনী উপজেলার দেবীপুর গ্রামে মজিরুলের নেতৃত্বে কবর খোঁড়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

জীবন আছে যার, তার মৃত্যু অনিবার্য। মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা কবর। মৃতদেহ গোসল করিয়ে কাফন পরানো হয়, জানাজা শেষে তাকে শায়িত করা হয় চিরনিদ্রার ঘরে। এই কবর খোঁড়ার দায়িত্বটি গ্রামের কিছু মানুষ বহু বছর ধরে স্বেচ্ছায়, বিনা পারিশ্রমিকে পালন করে আসছেন, যাঁরা সবার কাছে ‘গোরখোদক’ নামে পরিচিত। আল্লাহর সন্তুষ্টির আশায় তাঁরা করে থাকেন এই কাজ।

স্থানীয় বাসিন্দারা জানান, গোরখোদকেরা কোনো পারিশ্রমিক নেন না। গ্রামের যে কেউ মারা যাক, নিজেদের ব্যস্ততা ফেলে তাঁরা ছুটে আসেন কবর খুঁড়তে। তাঁদের এই মানবিক কাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রামের লোকেরা দোয়া করেন—আল্লাহ যেন তাদের সুস্থ ও ভালো রাখেন।

দেবীপুর গ্রামের বাসিন্দা গোরখোদক মজিরুল ইসলাম বলেন, ‘আমি ৫৫ বছর ধরে কবর খুঁড়ছি। যত দিন সুস্থ থাকব, এই কাজ চালিয়ে যাব। আমাদের গ্রাম ছাড়াও অন্য গ্রাম থেকে কেউ ডাকলে সেখানেও যাই। ছোটবেলায় ওস্তাদের কাছে ডালি ধরেই শিখেছি। গরিব মানুষ, মাঠে কাজ করি; কিন্তু কেউ মারা গেলে দ্বিধা করি না—এই কাজ আমার নেশায় পরিণত হয়েছে।’

মজিরুল আরও জানান, এখন তিনি তরুণদেরও এই কাজ শেখাচ্ছেন।

গাংনী উপজেলার দেবীপুর গ্রামে কবর খোঁড়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
গাংনী উপজেলার দেবীপুর গ্রামে কবর খোঁড়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

গোরখোদক শাকের আলী বলেন, ‘আমরা নিঃস্বার্থভাবে কাজ করি। কখনো কোনো টাকা নিই না। যেখানেই থাকি, গ্রামের কারও মৃত্যুর সংবাদ শুনলে দ্রুত কবর খুঁড়তে চলে আসি।’

গোরখোদক ফুয়াদ হোসেন বলেন, ‘অন্য গ্রাম থেকে ডাক এলেও আমরা যাই। আল্লাহর সন্তুষ্টির জন্যই করি এই কাজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

স্থানীয় বাসিন্দা শাজাহান আলী বলেন, ‘কবর খোঁড়া বড় দায়িত্বের কাজ। গ্রামের এসব মানুষ খবর পেলেই দৌড়ে আসে। আমরা তাদের জন্য দোয়া করি।’

মাওলানা মো. মাহবুবুর রহমান বলেন, ‘মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়া নিঃসন্দেহে সওয়াবের কাজ। হাদিসে এসেছে—যাঁরা কবর খোঁড়েন, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আজ সকালে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
আজ সকালে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে কারখানার ফটকের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ প্রধান ফটক তালাবদ্ধ করে সটকে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিল্প ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।

কারখানার নারী শ্রমিক মিনারা আক্তার বলেন, ‘অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করে নাই। এক মাসের বেতন না পেলে আমাদের চলা খুবই কঠিন হয়। আমাদের নাওয়া-খাওয়া বন্ধ হয়। আর সেখানে কারখানা কর্তৃপক্ষ দুই মাসের বেতনভাতা বকেয়া রেখেছে। আজ সকালে শ্রমিকেরা জড়ো হলে তারা পালিয়ে যায়।’

মিন্টু নামের এক শ্রমিক বলেন, ‘এই কারখানায় আমরা তিন বছর ধরে চাকরি করছি। আমাদের বেতনের বাইরে কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না। তবু পেটের দায়ে চাকরি করি। দুই মাসের বেতন বকেয়া। আমাদের তো পেট আছে, সন্তান-সংসার আছে। এক মাস দোকান বাকি পরিশোধ করতে না পারলে পরের মাসে আর দোকানি বাকি দেয় না। আমরা কী অবস্থায় আছি, একবার ভাবুন। বেতন পরিশোধ না করে তারা পালিয়ে গেছে।’

আজ সকালে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
আজ সকালে ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

মেহেদী হাসান বলেন, ‘এত দিন ধরে ঋণ করে বলে-কয়ে দোকান থেকে বাকি নিয়ে চলছি। আর পারছি না। এখন দোকান বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। অক্টোবর মাসের বকেয়া বেতন নিয়ে কমপক্ষে ১০টি তারিখ দিছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। শেষে আজ বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু তারা কারখানা ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।’

কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বুলবুল হাসান বলেন, ‘ব্যাংকের সমস্যার কারণে বেতন-ভাতা পরিশোধ করা যাচ্ছে না। আশা করি, আজকের মধ্যে নভেম্বর মাসের বেতন পরিশোধ করতে পারব।’ বিনা নোটিশে কারখানার ফটক কেন তালাবদ্ধ? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমি বলতে পারব না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
১৩ মাস সাজা ভোগের পর হস্তান্তর হওয়া বাংলাদেশি ছয় জেলে। ছবি: আজকের পত্রিকা
১৩ মাস সাজা ভোগের পর হস্তান্তর হওয়া বাংলাদেশি ছয় জেলে। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি মৎস্যজীবীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁদের হস্তান্তর করা হয়।

হস্তান্তর হওয়া মৎস্যজীবীরা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া (৩৫), বাহাদুর মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৪৫), ইসহাক আলীর ছেলে মীর জাফর আলী (৪৫), ইছাক আলীর ছেলে বকুল মিয়া (৩২), ফকির আলীর ছেলে আমের আলী (৩৫), সলিমুদ্দিন ব্যাপারীর ছেলে চাঁন মিয়া (৬০)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে তাঁরা ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় স্থানীয় পুলিশ ও বিএসএফ সদস্যরা তাঁদের আটক করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁরা সেখানে প্রায় ১৩ মাস সাজা ভোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় শেরপুর ৩৯ বিজিবির দায়িত্বে থাকা এলাকার হাতিপাগার বিজিবি কোয়ার্টার মাস্টার মিজানুর রহমানের নেতৃত্বে ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ছয় বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত