Ajker Patrika

মুন্সিগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৮: ০০
মুন্সিগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ

মুন্সিগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের নারী, শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকায় একটি ভবনের পঞ্চমতলায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বিস্ফোরণে পুড়ে গেছে ঘরে থাকা খাট। ছবি: সংগৃহীত অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন রিজভি আহমেদ রাসেল (৪২), তাঁর স্ত্রী রোজিনা বেগম (৩৫), সন্তান রাইয়ান আহমেদ (৩) ও রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। 

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, সকাল ৭টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বয়স্ক এক নারীর অবস্থা গুরুতর ছিল। এ ছাড়া অন্যরাও দগ্ধ ছিলেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছবি: সংগৃহীতমুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মোস্তফা মোহসিন জানান, বিস্ফোরণের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

আবাসিক ভবনে বিস্ফোরণ। ছবি: সংগৃহীতমুন্সিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা রানু জানান, সকালে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। প্রথমে তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর তাঁদের ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত