Ajker Patrika

জাহাঙ্গীরনগরে স্থায়ী চাকরির দাবিতে কর্মচারীদের অবস্থান

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরে স্থায়ী চাকরির দাবিতে কর্মচারীদের অবস্থান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান কর্মচারীরা। 

আজ সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪২ জন অস্থায়ী কর্মচারী আছেন। যাদের দৈনিক ৪০০ টাকা হারে মজুরি দেওয়া হয়। 

কর্মচারীরা জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০২০ সাল থেকে এই পর্যন্ত তিনবার প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন এবং একই দাবিতে মানববন্ধন করেন। 

সর্বশেষ চলতি বছরের ২ জানুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেন কর্মচারীরা। তখন প্রশাসন ৬ মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হল, বিভাগ ও অফিসে নিয়োগের মৌখিক আশ্বাসের ভিত্তিতে অনশন স্থগিত করেন তাঁরা। তবে আশ্বাসের ছয় মাস অতিবাহিত হলেও তাঁর কোনো বাস্তবায়ন না হওয়ায় আবারও অবস্থান ধর্মঘটে বসেছেন তাঁরা। 

শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে সেবা দিয়ে যে বেতন পাই, তা দিয়ে সংসার চলে না। সন্তানদের লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছি। প্রতি মাসে ৫ থেকে ৭ হাজার টাকা ঋণ করে সংসার চালাতে হচ্ছে। ফলে প্রশাসনের কাছে আসি, তারা আমাদের ‘কুত্তার মতো’ তাড়িয়ে দেয়। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যার কারণে আবারও অবস্থান ধর্মঘটে বসেছি। ”

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত