Ajker Patrika

ঢাকার ১৫টি আসনে ১৮৮ মনোনয়নপত্রের মধ্যে বাতিল ৬৪ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার ১৫টি আসনে ১৮৮ মনোনয়নপত্রের মধ্যে বাতিল ৬৪ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হয়েছে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া। ঢাকা বিভাগীয় কার্যালয়ে ১৮৬টি ও অনলাইনে ২টি মিলিয়ে মোট ১৮৮ মনোনয়নপত্র জমা হয়। এর মধ্যে ৬৪টি মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছেন সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।

আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন বাছাই শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সাবিরুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে সর্বমোট মনোনয়ন গৃহীত হয়েছিল ১৮৬টি এবং অনলাইনে গৃহীত হয়েছিল ২ টি। সব মিলিয়ে ১৮৮ টি। এর মধ্যে থেকে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে মনোনয়ন বাতিল হয়েছে ৬৪ টি। এ ছাড়া ১২৪টি মনোনয়নপত্র আমরা বৈধ হিসেবে ঘোষণা করেছি।’

৬৪টি মনোনয়নপত্রের ভেতরে ঋণ খেলাপির জন্য ১৫টি বাতিল হয়েছে। মোট বাতিলের মধ্যে ২৯ জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত