Ajker Patrika

সাভারে দাওয়াত খেতে গিয়ে বান্ধবীর স্বামীর ধর্ষণের শিকার তরুণী

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে বান্ধবীর দাওয়াতে গিয়ে তাঁর স্বামীর ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। চেতনানাশক বড়ি সেবন করিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে ওই তরুণী অভিযোগ করেছেন। গত রোববারের এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার থানায় অভিযোগ দেওয়া হয়।

ধর্ষণের শিকার তরুণী মজিদপুরে থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি এই তরুণীর বান্ধবীর স্বামী।

ধর্ষণের শিকার তরুণী বলেন, ‘গত রোববার আমার বান্ধবী আমাকে তাঁর বাসায় দুপুরে খাওয়ার জন্য দাওয়াত দেন। বান্ধবীর অনুরোধে আমি তাঁর বাসায় যাই। তাঁর স্বামীসহ তিনজন একসঙ্গে আমরা দুপুরের খাবার খাই। একপর্যায়ে বান্ধবী আর আমি ঘুমিয়ে পড়ি।’

ওই তরুণী আরও বলেন, ‘ঘুমের মধ্যে বান্ধবীর স্বামী আমাকে ধর্ষণ করেন। এ সময় আমার চিৎকারে বান্ধবীর ঘুম ভেঙে যায়। এরপর আমি তাঁকে সব খুলে বললে তাঁরা দুজন মিলে আমার ভিডিও ধারণ করেন, যাতে আমি কাউকে কিছু না বলি। এ সময় কিছু হয়নি বলে ভিডিওতে আমার বক্তব্য নেওয়া হয়।’

এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, আজ তরুণীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বাসায় দাওয়াত দিয়ে অচেতন করে ধর্ষণের পর নাকি তাঁর ভিডিও ধারণ করা হয়েছে।

জুয়েল মিয়া আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত