Ajker Patrika

বাকেরগঞ্জে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাকেরগঞ্জে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামে গত ২০ অক্টোবর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য রফিকুল ইসলাম মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গ্রেপ্তারদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।’ 

গ্রেপ্তাররা হচ্ছেন বরিশালের বাকেরগঞ্জের চাটরা গ্রামের মুছা খান (২১), একই গ্রামের পলাশ খলিফা (৩৩), সাগর সিকদার (২৩) ও মাসুদ খান (৪০)। 

এ বিষয়ে পুলিশ সুপার ওয়াহিদুল জানান, গত ২৫ অক্টোবর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে স্বর্ণের চেইন, কানের ঝুমকা, রিং, রামদা ও নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত