Ajker Patrika

ফেসবুক স্ট্যাটাস নিয়ে দ্বন্দ্ব, থানার গেটেও সংঘর্ষ 

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মুন্সিগঞ্জের শ্রীনগরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এরই মধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সদ্য ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়ী প্রার্থী নুরুল আমিন মোড়ল ও তাঁর লোকজন নির্বাচনে পরাজিত প্রার্থী সামাদ মেম্বারের লোকজনকে উদ্দেশ্য করে অনবরত ফেসবুকে স্ট্যাটাস প্রদান করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার জেরে আজ সন্ধ্যায় নুরুল  আমিন মেম্বার আলোর দিশারী ক্লাবের সামনে তাঁর লোকজন নিয়ে সামাদ মেম্বার গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়দের হস্তক্ষেপে দুই গ্রুপই ওই স্থান ত্যাগ করে। এই ঘটনার ১৫ মিনিট পরে নুরুল আমিন মোড়ল পুনরায় তার লোকজন নিয়ে আলামিন বাজারে উপস্থিত হয়ে ফের সামাদ মেম্বারের লোকজনের ওপর হামলা চালায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলেও বাধার  মুখে পড়ে। পরে তাঁদেরকে চিকিৎসার জন্য দোহার উপজেলায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে।  

এদিকে রাত ৯টার দিকে দুই গ্রুপ থানায় অভিযোগ দিতে এসেও থানার গেটের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখান থেকে পুলিশ নুরুল আমিন মেম্বার গ্রুপের তিনজন ও সামাদ মেম্বার গ্রুপের একজনকে আটক করে। 

এ নিয়ে নির্বাচনে জয়ী প্রার্থী নুরুল আমিন মেম্বার বলেন, সামাদ মেম্বারের লোকজনই তাঁকেসহ তাঁর লোকজনকে মারধর করেছে। তিনি দাবি করেন তাঁর পক্ষের কামাল, আতিক ইসলাম, আরমান, বাবু, রবিনসহ বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে। অপরদিকে পরাজিত প্রার্থী সামাদ মেম্বারের সঙ্গে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত সহিংসতায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। দুই পক্ষেরই অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত