Ajker Patrika

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং তাঁর স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

রাজ্জাকের স্ত্রী-সন্তান হলেন শিরিন আখতার বানু ও রেজওয়ান শাহনেওয়াজ সুজিত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

তদন্ত সংস্থাটির ভাষ্য, রাজ্জাকের পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন বলে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। সে জন্য অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত