Ajker Patrika

অস্ট্রেলিয়ান ভ্লগারকে বিরক্ত করা সেই ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫: ১০
Thumbnail image

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অস্ট্রেলিয়ান ভ্লগার লিউক ডামেন্টকে বিরক্ত করা, তাঁর কাছে টাকা চাওয়া এবং পথ ভুলিয়ে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. কালু। ভবঘুরে ধরনের এই ব্যক্তি বিদেশিদের টার্গেট করেই সব সময় সাহায্যের নামে চাঁদাবাজি করেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাদিয়া ফারজানা আজকের প্রত্রিকাকে এই তথ্য নিশ্চিত করে বলেন, অস্ট্রেলিয়ান ট্যুরিস্টকে বিরক্ত করে টাকা চাওয়া ব্যক্তিকে হাতিরঝিল থানা-পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।

মো. কালুআজ সোমবার ডিএমপি অ্যাক্টে গ্রেপ্তার কালুকে আদালতে পাঠানো হয়েছে। তিনি কারওয়ান বাজারের সোনারগাঁও প্যান প্যাসিফিক ও হাতিরঝিল মোড়ে হোটেল ইনে বিদেশিদের টার্গেট করে টাকা চাইতেন। কালুকে গ্রেপ্তার করায় লিউক ডামেন্ট তাঁর ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত