Ajker Patrika

ঢাবিতে ছাত্রলীগের গেস্টরুমে অজ্ঞান শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি, নির্যাতনের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১: ৫১
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ছাত্রলীগের তথাকথিত গেস্টরুমে অজ্ঞান হয়ে পড়া এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহসান হাবীব নামে ওই ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হলের টিভিরুমে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারীরা ‘ম্যানার শিখানোর’ নামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের এ ‘গেস্টরুমে’ ডেকে নিচ্ছিলেন।

ঘটনার সময় গেস্টরুমে উপস্থিত থাকা একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। তাঁরা জানান, ২০২১–২২ সেশনের (দ্বিতীয় বর্ষ) আন্তর্জাতিক ব্যবসা বিভাগের হাবিবুল্লাহ হাবিব, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাভীদ অনন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নাজমুল হাসান এই গেস্টরুমের নেতৃত্ব দেন। তাঁরা সব সময় জুনিয়র শিক্ষার্থীদের গালিগালাজ ও মানসিক নির্যাতন করেন। তাঁরা সবাই ছাত্রলীগের হল শাখার সক্রিয় কর্মী।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মসজিদের পাশে ট্রাক আটকিয়ে ছিনতাই করার অভিযোগে ফজলে নাভীদ অননকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হল শাখা ছাত্রলীগের সূত্রে জানা যায়, বিজয় একাত্তর হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাবাত আল ইসলাম কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের গ্রুপের নেতৃত্ব দেন। তাঁরা আসন্ন হল কমিটিতে শীর্ষপদ প্রত্যাশী।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হলের শীর্ষ পদ প্রত্যাশী রাব্বি আহম্মেদ বলেন, ‘গেস্টরুমে থাকা অবস্থায় আহসান হাবীব অসুস্থ হয়ে পড়েন, প্রেশার লো থাকার কারণে। এখন হাসপাতালে রয়েছে। সার্বক্ষণিক খেয়াল রাখছি।’

এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ‘বিষয়টি জেনেছি। যাচাই বাছাই করে কোনো নির্যাতনের বিষয় পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত