Ajker Patrika

থার্টি ফার্স্ট নাইটে রাত ৮টার পর ঢাবি ও হাতিরঝিলে প্রবেশ বন্ধ: ডিএমপি কমিশনার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৬
থার্টি ফার্স্ট নাইটে রাত ৮টার পর ঢাবি ও হাতিরঝিলে প্রবেশ বন্ধ: ডিএমপি কমিশনার 

ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), হাতিরঝিল, বনানী, গুলশানসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকার মধ্যে যে কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। থার্টি ফার্স্ট নাইটে আটটার পরে ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এই এলাকার চার পাশেই আমাদের নিরাপত্তাবেষ্টনী থাকবে। আর কেউ প্রবেশ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। 

নগরবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, একই নির্দেশনা হাতিরঝিল, বনানী ও গুলশান এলাকার জন্য। রাত আটটার পর হাতিরঝিলে কেউ থাকতে পারবেন না। এমনকি কোনো বাইককেও প্রবেশ করতে দেওয়া হবে না। গুলশান এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। 

শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত স্থানে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবেন না। হোটেলগুলোতে যাঁরা আমাদের কাছে আবেদন করেছেন, তাঁরা অনুষ্ঠান করতে পারবেন। তবে অনুষ্ঠানের আয়োজন হতে হবে আমাদের দেশীয় সংস্কৃতির। ডিজে আয়োজন করা যাবে না। এ ছাড়া ৩১ তারিখ সকাল থেকে ১ তারিখ পর্যন্ত সব বার বন্ধ থাকবে।’ 

শিশু-কিশোরদের প্রতি অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ‘আমাদের সন্তানরা মানতে চায় না কিন্তু অসুস্থ ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে কোনো ধরনের আতশবাজি না ফোটানোর অনুরোধ করছি। এতে অনেকের মারাত্মক ক্ষতি হয়। এমনকি যাঁরা আতশবাজি ফোটান তাঁরাও অনেক সময় আহত হন।’ 

নববর্ষে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে কমিশনার বলেন, নতুন বছর ঘিরে কোনো ধরনের হুমকি নেই। তারপরও কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঢাকার সর্বত্র কাজ করবেন। 

পাঁচতারা হোটেলের ডিজে পার্টির টিকিট ঘোষণা দিয়ে বিক্রির বিষয়ে ঢাকার পুলিশপ্রধান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন্ধ করে দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত