Ajker Patrika

বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিবেদক
বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীর ভেতর ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার যাত্রীর নাম সঞ্জয় কুমার (৩২)। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরের টয়লেটের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আজ বুধবার তাঁর পাকস্থলী থেকে দুই হাজার ৩৫ পিচ ইয়াবা বের করা হয় এবং বিমানবন্দর থানায় মামলা করা হয়। 

গ্রেপ্তার ওই যাত্রী কক্সবাজার থেকে নভোএয়ারের ভিকিউ-৯৩৪ ফ্লাইটে ঢাকায় এসেছিলেন। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারগাও শ্রীপাড়া এলাকার দীপক মজুমদারের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার দীঘিবরাব এলাকায় থাকেন। 

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে অভ্যন্তরীণ ফ্লাইটের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে দুই হাজার ৩৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। কক্সবাজার থেকে ঢাকা ফেরত একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসেছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পাকস্থলীতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন গ্রেপ্তার যুবক। গ্রেপ্তার সঞ্জয় বলেছেন, এসব ইয়াবা ঢাকায় আরমান নামের এক ব্যক্তিকে পৌঁছে দেওয়ার কথা ছিল। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে এক্সে করানো হলে তার পাকস্থলীতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে গ্রেপ্তার ব্যক্তি প্রাকৃতিক কার্যের মাধ্যমে এসব ইয়াবা বের করে দেন। 

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে বিমানবন্দর এপিবিএন।      

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত