Ajker Patrika

শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রতিনিধি, আশুলিয়া
শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

আশুলিয়ায় মাদ্রাসার এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালসহ আরেক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের আটক করে পুলিশ। আজ বুধবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মাদ্রাসার প্রিন্সিপালসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত দুই শিক্ষক হলেন, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আকরাম হোসেন ও তার ভাই শিক্ষক আব্দুর রহমান নবী। তারা ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার পশ্চিম শালকোণা গ্রামের জনব আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে মাদরাসার সাইফুল রহমান তালুকদার (১৮) নামে শিক্ষার্থীকে মারধর করেন প্রিন্সিপাল আকরাম হোসেন। পরে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে তার মামার বাড়িতে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী বাগেরহাট জেলার শরণখোলা থানার উত্তর কদমতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

খলিলুর রহমান বলেন, ‘আমি খুলনায় গ্রামের বাড়িতে থাকি। মঙ্গলবার একটা অপরিচিত নম্বর থেকে এক ভ্যানচালক আমাকে ফোন দেয়। সে জানায় আমার ছেলে সাইফুলকে মাদ্রাসার স্যার মেরেছে। আর সে (সাইফুল) রাস্তার পাশে একটি দোকানে বসে কাদছে। তখন ওই ভ্যানচালক আমার ছেলেকে নবীনগরে তার মামার বাসায় দিয়ে আসে। পরে আমি থানায় জানালে পুলিশ প্রিন্সিপালসহ আরেক শিক্ষককে ধরে নিয়ে যায়।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা গত মঙ্গলবার মাদ্রাসার প্রিন্সিপাল ও এক শিক্ষকের বিরুদ্ধে তার ছেলেকে মারধরের মৌখিক অভিযোগ করেছেন। এ ঘটনায় মঙ্গলবারই অভিযুক্ত প্রিন্সিপালসহ আরেক শিক্ষককে আটক করা হয়। পরে গতকাল বুধবার সকালে মামলা দায়েরের পর তাদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত