Ajker Patrika

তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাই: গ্রেপ্তার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২০: ১৪
তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাই: গ্রেপ্তার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাঁরা হলেন আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

এক দিনের রিমান্ড শেষে বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শিব্বির আহম্মেদ। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল রোববার তাঁদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে (১১ অক্টোবর) তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সদস্যরা তিনজনকে আটক করে। 

 এ সময় তাঁদের কাছ থেকে একটি ছুরি ও তরল পদার্থভর্তি একটি বোতল উদ্ধার করে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এসআই মো. রুশদ হাসান বাদী হয়ে একটি মামলাটি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত