Ajker Patrika

নৌকা প্রতীক নিলেন ফেরদৌস, প্রচার শুরু বিকেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩: ৩২
নৌকা প্রতীক নিলেন ফেরদৌস, প্রচার শুরু বিকেলে

দলীয় প্রতীক নৌকা সংগ্রহ করলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত এই প্রার্থী ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় প্রতীক গ্রহণ করেন ফেরদৌস।

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সকাল সাড়ে ৯টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন। 

প্রতীক সংগ্রহের পর চিত্রনায়ক ফেরদৌস জানান, বেলা ৩টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচার শুরু করবেন। 

ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে ঢাকা-১০ আসনের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব। যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ফেরদৌস।’
 
প্রতীক বরাদ্দের সময় ফেরদৌসের সঙ্গে অতিরিক্ত লোকজন থাকা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমার আচরণবিধি লঙ্ঘন হয়নি। এখানে যাদের দেখছেন অনেককেই আমি চিনি না। আমাকে ভালোবাসেন বলে অনেকে দেখতে আসতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত