নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘দোহার ও নবাবপুর (ঢাকা-১) এলাকার জনগণ এখনো আমাকে চায়।’ —এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করে ফিরে যাওয়ার সময় এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টি মনোনীত এই প্রার্থী বলেন, ‘এখনো (আমাকে) চাচ্ছে তারা (জনগণ)। আমি ঘরে ঘরে গিয়েছি, জনগণের সঙ্গে কথা বলেছি, তাদের কথা শুনেছি। ৮৪টি রাস্তা কার্পেটিং করেছি। বেশ কিছু স্কুল-কলেজের নির্মাণকাজ সম্পন্ন করেছি সরকারের মাধ্যমে। নবাবগঞ্জ ও দোহারের পাইলট কলেজকে সরকারিকরণ করেছি অনেক কষ্টে। নবাবগঞ্জে একটা পাইলট স্কুল আছে সেটাও আমি সরকারিকরণ করেছি।’
এলাকায় নিজের করা উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে সালমা ইসলাম বলেন, ‘ঢাকা থেকে কেরানীগঞ্জ, দোহার ও শ্রীনগরের রাস্তাটার বেহাল দশা ছিল। একটু বৃষ্টি পড়লেই গাড়ি চলত না। সেটা আমি ঠিক করে দিয়েছি। পদ্মার ভাঙনে দোহারের মানুষ যে কষ্ট করত সেটা লাঘবে সংসদে কথা বলে ২১৭ কোটি টাকা নিয়ে তার সমাধানে কাজ করেছি।’
নির্বাচিত হলে তাঁর আগের মেয়াদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির এই নেত্রী। তিনি বলেন, ‘বিদ্যুতের অভাব ছিল, অনেক মানুষের ঘর-বাড়ি অন্ধকারে ছিল সেগুলো আমি খেটে খেটে আলো জ্বালিয়ে দিয়ে এসেছি। বন্যার সময়ের জন্য আশ্রয়কেন্দ্র করে দিয়েছি। ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান আমি করে দিয়েছি।’
অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, ‘এত কাজ করেছি, এত কাজ করেছি...জনগণের পাশে ছিলাম। তাদের নিয়ে ভাবতাম। তাদের নিয়ে আমি বসতাম, কথা বলতাম, সুখ-দুঃখের কথা আমি শুনতাম। তোমরা কে কীভাবে আছ। আজ জনগণ আমার অপেক্ষায় আছে। যদি আমি নির্বাচিত হই অবশ্যই আমি আরও বেশি কাজ করব। আমার অসমাপ্ত কাজ আমি করে যেতে চাই।’
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে লাঙল প্রতীকে বিজয়ী হন অ্যাডভোকেট সালমা ইসলাম। এ ছাড়া তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন কিছুদিন। বর্তমানে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের পাশাপাশি জাতীয় মহিলা পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।
‘দোহার ও নবাবপুর (ঢাকা-১) এলাকার জনগণ এখনো আমাকে চায়।’ —এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করে ফিরে যাওয়ার সময় এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টি মনোনীত এই প্রার্থী বলেন, ‘এখনো (আমাকে) চাচ্ছে তারা (জনগণ)। আমি ঘরে ঘরে গিয়েছি, জনগণের সঙ্গে কথা বলেছি, তাদের কথা শুনেছি। ৮৪টি রাস্তা কার্পেটিং করেছি। বেশ কিছু স্কুল-কলেজের নির্মাণকাজ সম্পন্ন করেছি সরকারের মাধ্যমে। নবাবগঞ্জ ও দোহারের পাইলট কলেজকে সরকারিকরণ করেছি অনেক কষ্টে। নবাবগঞ্জে একটা পাইলট স্কুল আছে সেটাও আমি সরকারিকরণ করেছি।’
এলাকায় নিজের করা উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে সালমা ইসলাম বলেন, ‘ঢাকা থেকে কেরানীগঞ্জ, দোহার ও শ্রীনগরের রাস্তাটার বেহাল দশা ছিল। একটু বৃষ্টি পড়লেই গাড়ি চলত না। সেটা আমি ঠিক করে দিয়েছি। পদ্মার ভাঙনে দোহারের মানুষ যে কষ্ট করত সেটা লাঘবে সংসদে কথা বলে ২১৭ কোটি টাকা নিয়ে তার সমাধানে কাজ করেছি।’
নির্বাচিত হলে তাঁর আগের মেয়াদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির এই নেত্রী। তিনি বলেন, ‘বিদ্যুতের অভাব ছিল, অনেক মানুষের ঘর-বাড়ি অন্ধকারে ছিল সেগুলো আমি খেটে খেটে আলো জ্বালিয়ে দিয়ে এসেছি। বন্যার সময়ের জন্য আশ্রয়কেন্দ্র করে দিয়েছি। ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান আমি করে দিয়েছি।’
অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, ‘এত কাজ করেছি, এত কাজ করেছি...জনগণের পাশে ছিলাম। তাদের নিয়ে ভাবতাম। তাদের নিয়ে আমি বসতাম, কথা বলতাম, সুখ-দুঃখের কথা আমি শুনতাম। তোমরা কে কীভাবে আছ। আজ জনগণ আমার অপেক্ষায় আছে। যদি আমি নির্বাচিত হই অবশ্যই আমি আরও বেশি কাজ করব। আমার অসমাপ্ত কাজ আমি করে যেতে চাই।’
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে লাঙল প্রতীকে বিজয়ী হন অ্যাডভোকেট সালমা ইসলাম। এ ছাড়া তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন কিছুদিন। বর্তমানে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের পাশাপাশি জাতীয় মহিলা পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।
নাছির উদ্দীন বলেন, ‘পুরো বাংলাদেশে যেখানে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, সেখানে মুরাদনগরে দমন-পীড়নের রাজনীতি চলছে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জেলে নেই, অথচ বিএনপি ও ছাত্রদলের ১৩ জন নেতা-কর্মী এখনো কারাগারে বন্দী। এটা প্রমাণ করে, আসিফ মাহমুদ তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনুযায়ী মুরাদনগরকে
২৫ মিনিট আগেরংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাচারি ঘর থেকে এসব উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঅধ্যক্ষ আমান উল্লাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল রাজনৈতিক প্রভাবে নিয়োগ। তিনি তার চেয়েও জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের ডিঙিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যক্ষের পদ লাভ করেন। এ ছাড়া, করোনাকালে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা এবং পিকনিকের জন্য নেওয়া টাকা আত্মসাতের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেএ সময় ‘বিচার নিয়ে নয়ছয় আর নয়, আর নয়’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের ক্ষমা নাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
১ ঘণ্টা আগে