Ajker Patrika

চিকিৎসার টাকা জোগাতে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ২২: ১০
চিকিৎসার টাকা জোগাতে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজের চিকিৎসার টাকা জোগাতে ব্যর্থ হয়ে সাহাবুদ্দিন (৪০) নামের এক যুবকের আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে গিরিধারা বউ বাজার এলাকায় বোনের বাসা থেকে সাহাবুদ্দিনের লাশ উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামাল হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। আমরা মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

সাহাবুদ্দিন বরিশালের কাজিরহাট থানার চরউদাই গ্রামের শাহজাহান শিকদারের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার জিয়ামোড় এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। গতকাল বিকেলে তিনি ফতুল্লায় বোনের বাসায় বেড়াতে আসেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী সুমা বলেন, ‘আমার স্বামী গ্রামে কাঠের ব্যবসা করতেন। ৯ মাস আগে তাঁর পিঠে কাঠ পড়ে মেরুদণ্ড ভেঙে যায়। চিকিৎসা বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়; যা তাঁর ধারদেনা করে করতে হয়েছে। গতকাল বিকেলে আমরা বড় বোনের বাসায় বেড়াতে আসি। কিছুটা সুস্থ হলেও ওষুধ বাবদ তাঁর টাকার প্রয়োজন ছিল। সবার কাছে টাকা চেয়েও ব্যর্থ হলে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি বারান্দার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো স্বামীর লাশ ঝুলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত