নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এ জামিন দেন। এর আগে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শামসকে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন।
শামসের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ও প্রশান্ত কুমার কর্মকার শুনানি করেন। তাঁরা আদালতকে বলেন, একই অভিযোগে রমনা থানায় দায়ের করা আরেকটি মামলায় শামস জামিনে আছেন। এ ছাড়া শামস জামিনে গিয়ে পালাবেন না।
২৯ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই দিন ভোর ৪টার দিকে আশুলিয়ায় আমবাগানের ওই বাসায় সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই রাজু মণ্ডল। শামসকে আটক করে ঢাকায় নিয়ে আসার পর দুপুরের পরে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মো. গোলাম কিবরিয়া। এজাহারকারী ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা। মামলায় শামসুজ্জামান শামস ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
পরে রাত ১১টার দিকে অ্যাডভোকেট মশিউর মালেক আরেকটি মামলা করেন। ওই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও শামসের সঙ্গে আসামি করা হয়। পরদিন রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শামসকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান। পরে গত ৩ এপ্রিল রমনা থানার মামলায় শামসকে জামিন দেওয়া হয়।
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এ জামিন দেন। এর আগে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শামসকে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন।
শামসের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ও প্রশান্ত কুমার কর্মকার শুনানি করেন। তাঁরা আদালতকে বলেন, একই অভিযোগে রমনা থানায় দায়ের করা আরেকটি মামলায় শামস জামিনে আছেন। এ ছাড়া শামস জামিনে গিয়ে পালাবেন না।
২৯ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই দিন ভোর ৪টার দিকে আশুলিয়ায় আমবাগানের ওই বাসায় সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই রাজু মণ্ডল। শামসকে আটক করে ঢাকায় নিয়ে আসার পর দুপুরের পরে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মো. গোলাম কিবরিয়া। এজাহারকারী ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা। মামলায় শামসুজ্জামান শামস ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
পরে রাত ১১টার দিকে অ্যাডভোকেট মশিউর মালেক আরেকটি মামলা করেন। ওই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও শামসের সঙ্গে আসামি করা হয়। পরদিন রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শামসকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান। পরে গত ৩ এপ্রিল রমনা থানার মামলায় শামসকে জামিন দেওয়া হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বিখ্যাত সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে সাদাপাথর এলাকা পরিদর্শন করেছে দুদক সিলেট কার্যালয়ের একটি প্রতিনিধিদল।
৭ মিনিট আগেবিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণা করার অভিযোগে দায়ের করা আরও পাঁচটি মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশারকে মোট ১৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগেখুলনায় পুলিশের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামি ইউসুফ হাওলাদারকে (২৫) এক সপ্তাহ পর গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এ ছাড়া সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ আরও চারজনকে অস্ত্র, গুলি, মাদকসহ গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেমাদারীপুরের আওয়ামী লীগ নেতা মো. খায়রুল আলম খোকন ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে