Ajker Patrika

অন্যত্র বিয়ে হওয়ায় পর্নোসাইটে প্রেমিকার ছবি-ভিডিও ছড়ালেন যুবক

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্নোগ্রাফি ওয়েবসাইটে ছড়িয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার দিবাগত রাতে (২১ এপ্রিল) মো. মেহেদী হাসান শান্ত (২৬) ও আব্দুল্লাহ আল মাহিম (২৫) নামের দুই যুবকরে বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। শান্ত ও মাহিম বরিশালের স্থায়ী বাসিন্দা, বর্তমানে তাঁরা যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার ভাড়াটিয়া।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, প্রায় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে শান্তর সঙ্গে পরিচয় হয় তরুণীর। পরবর্তীকালে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শান্ত মেয়েটির কাছ থেকে কৌশলে তাঁর জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে নেন।

এদিকে গত তিন মাস আগে মেয়েটির অন্যত্র বিয়ে হওয়ায় তাঁদের মধ্যে সম্পর্কের অবসান ঘটে। তার পর থেকে শান্ত মেয়েটিকে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন।

ওসি আরও বলেন, গত ২৩ ফেব্রুয়ারি শান্ত তাঁর সংগ্রহে থাকা আপত্তিকর ছবি ও ভিডিও মেয়েটির জিমেইলে পাঠিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেন। ৭ এপ্রিল অভিযুক্ত মাহিম ফোনে ভুক্তভোগীকে জানান, তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ভুক্তভোগী তাঁর প্রবাসী স্বামীকে অবহিত করলে তিনি একাধিক পর্নো ওয়েবসাইটে এসব কনটেন্ট দেখতে পান। পরে ওই প্রবাসী তাঁর স্ত্রীর সঙ্গে বিষয়টি শেয়ার করেন। এরপর ভুক্তভোগী নিজেও লিংকগুলো ঘুরে নিশ্চিত হন।

এই ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওসি মাহমুদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত