Ajker Patrika

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আধিপত্যের জেরে সংঘর্ষ, গুলিতে অটোচালক নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২: ১৮
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আধিপত্যের জেরে সংঘর্ষ, গুলিতে অটোচালক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সনু (৩২) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

সনু নিহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি বলেন, মুমূর্ষু অবস্থায় সনুকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসকেরা আজ সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। সনুর পেটের দুই পাশে ১৫টির মতো গুলি লেগেছে। তাঁর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানার পুলিশকে জানানো হয়েছে। 

সনুকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী শামীম হোসেন ও সজীব আহমেদ। তাঁরা জানান, জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরে থাকেন সনু। তাঁর বাবার নাম বাবুল মিয়া। ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন সনু। আজ সকাল থেকে ক্যাম্পের ভেতর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এবং গোলাগুলি শুরু হয়। এ সময় সনু গুলিবিদ্ধ হন। 

শামীম হোসেন ও সজীব আহমেদ আরও জানান, মাদক ব্যবসায় বাধা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাস ধরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ চলে আসছে। ৪০-৫০ জন আজ সকালে আগ্নেয়াস্ত্র হাতে বের হয়ে এই হামলা চালিয়েছে। হামলাকারীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত